shono
Advertisement

ধূমপান করছেন মা কালী! তথ্যচিত্রের পোস্টার ঘিরে বিতর্কের ঝড় নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় পরিচালককে গ্রেপ্তার করার দাবিতে সরব নেটিজেনরা।
Posted: 06:19 PM Jul 04, 2022Updated: 06:58 PM Jul 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক লীনা মণি মেকলেইয়ের ‘কালী’ তথ্যচিত্রর পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। পোস্টারে দেখানো মা কালীর বেশে এক অভিনেত্রীর হাতে সিগারেট ও পিছনে এলজিবিটিকিউ-এর রেনবো পতাকা ব্যবহার করায় পরিচালককে একহাত নিচ্ছেন নেটিজেনরা।

Advertisement

গত মাসে টুইটারে এই তথ্যচিত্রের পোস্টার টুইট করেছিলেন পরিচালক। তারপর থেকেই ধীরে ধীরে নেটিজেনদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের বিরুদ্ধে হিন্দু দেবী মা কালীকে অপমানের অভিযোগ উঠেছে। পোস্টারে দেখা গিয়েছে, কালী বেশে থাকা অভিনেত্রীর এক হাতে ত্রিশূল, অন্যহাতে সিগারেট। যা কিনা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ছবিটি দেখানো হয়েছে কানাডা চলচ্চিত্র উৎসবে।

[আরও পড়ুন:  নায়িকার সঙ্গে হোটেলের ঘরে দক্ষিণী তারকা, হাতেনাতে ধরলেন স্ত্রী! ভাইরাল ভিডিও]

‘কালী’ তথ্যচিত্রের পোস্টার বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে নুসরত জানান, ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া কখনই উচিত নয়!’

কয়েকদিন আগেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মন্দিরে রণবীরের জুতো পরে ঢোকার দৃশ্য দেখানোয় বিতর্ক উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল এই তথ্যচিত্রের বিরুদ্ধে। 

 

 

[আরও পড়ুন:  তরুণ মজুমদার-সন্ধ্যা রায়ের বিয়ের সাক্ষী ছিল গোটা টলিউড, কেমন ছিল আনন্দের সেই দিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement