সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবি নিয়ে এবার মুখর হলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। সৃজিতের এই ছবি দেখে ফেসবুকের লম্বা পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করলেন 'গানওলা'। স্পষ্টই তিনি লিখলেন, এই ছবি দেখে কান্না চেপে রাখতে হয়েছিল তাঁকে।
কবীর সুমন লিখলেন, ''সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেখুন, দ্যাখো সকলে। সময়ের দিব্যি সৃজিত নির্মিত মৃণাল সেনের বায়োপিক দেখুন, দ্যাখো সকলে। গতকাল দক্ষিণ কলকাতার রাধা ফিল্ম থিয়েটারে রাকার হাত ধরে দেখে এলাম। লাঠি ছাড়া চলি না। রাকা বললেন - আমি আছি তো, লাঠি কেন। সৃজিতের পদাতিক দেখতে দেখতে কান্না চাপতে হয়েছে কয়েক বার। পাশেই রাকা। ওর গন্ধ আমার চেনা। ছবিটা দেখতে দেখতে ক্রমশ রাকার শরীর থেকে পদাতিকের গন্ধ পেতে শুরু করলাম। রাকার হাত ধ'রে রাধা থেকে বেরিয়েই বুঝলাম সৃজিতের ছবিটা আমায় একটু পালটে দিয়েছে। আগের আমিটা নেই। অল্প একটু পালটে যান, যাও। সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক দেখুন, দ্যাখো সকলে।''
কবীর সুমনের এই পোস্ট দেখে আপ্লুত সৃজিতও। তিনিও লিখলেন, ''কোনও চলচ্চিত্র নির্মাতার তুলনায়, কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবামটি আমাকে চাকরি ছেড়ে স্বপ্নকে ধাওয়া করে নিজের শর্তে ছবি তৈরিতে অনুপ্রাণিত করে। এই কথাগুলোর মাধ্যমে আজ জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।''
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সৃজিতের জাতিস্মর ছবির সঙ্গীত পরিচালক ছিলেন কবীর সুমন। এই ছবির সঙ্গীত দেওয়ার জন্য বহু পুরস্কার পেয়েছিলেন কবীর সুমন। এমনকী, পদাতিক’ ছবিতে সুমনের জনপ্রিয় ‘জনতার হাতে হাতে’ গানটি ব্যবহার করেছেন সৃজিত। এবার সেই শিল্পীর কাছ থেকে প্রশংসা পেয়ে আনন্দে ভাসছেন সৃজিত।