shono
Advertisement

সশরীরে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’, আইনজীবী মারফত পাঠালেন নথিপত্র

এর আগে গত বুধবার সিবিআই 'কালীঘাটের কাকু'কে জেরা করে।
Posted: 11:36 AM Mar 20, 2023Updated: 12:59 PM Mar 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সশরীরে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। নথিপত্র-সহ নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে। জানান, সোমবার কিছু ব্যক্তিগত কারণে সুজয়বাবু সশরীরে সিবিআই দপ্তরে আসেননি। তবে নথিপত্র নিয়ে সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে যান তাঁর আইনজীবী। শোনা যাচ্ছিল, স্ত্রী এবং মেয়ের ব্যাংকের নথিপত্র তলব করেছিল সিবিআই। তবে আইনজীবীর দাবি, ‘কালীঘাটের কাকু’র ব্যাংকের নথিপত্রই শুধুমাত্র তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি এবং তাপস মণ্ডল ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়প্রসাদ ভদ্রের টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ।

[আরও পড়ুন: ‘আমায় বিয়ে করবেন?’, বিমানবন্দরে ভক্তকে গোলাপ দিয়ে প্রস্তাব রোহিতের! ভিডিও ভাইরাল]

এরপরই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয়প্রসাদ। তাঁকে ইতিমধ্যেই জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমবার তাঁকে তলব করেছিল সিবিআই। তবে এদিন সিবিআই হাজিরা এড়ালেন সুজয়বাবু।

[আরও পড়ুন: এবার ‘দেউলিয়া’ সুইস ব্যাংক, যৌথ বিবৃতিতে পরিস্থিতি সামালের আশ্বাস মার্কিন-ইউরোপীয় সংস্থার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement