shono
Advertisement

সংবাদ প্রতিদিন-এর খবরের জের, চায়ের দোকানের ছোট্ট আলিফকে লেখাপড়ায় ফেরালেন BDO

কালনার কিশোরের খোঁজখবর নিয়েছে শিশু সুরক্ষা দপ্তর।
Posted: 11:00 AM Aug 14, 2021Updated: 11:00 AM Aug 14, 2021

অভিষেক চৌধুরী,কালনা: সংবাদ প্রতিদিন-এর খবরের জের। কয়েক দিন আগেই পূর্বস্থলী ১ ব্লকের ন-পাড়া এলাকায় থাকা ছোট্ট আলিফ খাঁয়ের খোঁজখবর নেয় শিশু সুরক্ষা দপ্তর। এবার তার পাশে দাঁড়াল ব্লক প্রশাসন। শুক্রবার সকালে খোঁজ নিতে একবারে আলিফের চায়ের দোকানে চলে যান বিডিও (BDO) দেবব্রত জানা। যান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সহিদুল শেখ-সহ অন্যান্যরা। পড়াশোনার জগতে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে বিডিও তার সঙ্গে কথা বলেন ও সবরকমভাবে কিশোরের পাশে তাঁরা রয়েছেন বলে জানান তিনি।
                             
নাদনঘাট থানার শাহাজাদপুরে বাড়ি তেরো বছর বয়সি ছোট্ট ওই আলিফ খাঁয়ের। তাকে ফেলে রেখে অন্যত্র পালিয়ে যান তার মা। এদিকে তার বাবাও হঠাৎই না জানিয়ে ভিনরাজ্যে চলে যান। ফোনে তাঁদের সঙ্গে কথা হলেও নাবালক ছেলের দু’বেলা দু’মুঠো ভাতের জোগাড়ের ব্যবস্থাও  করেন না তাঁরা, অভিযোগ আলিফের। এমনই এক কঠিন পরিস্থিতিতে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। পেটের তাগিদে শেষপর্যন্ত বাবার চায়ের দোকানটিই খুলে বসে সে।

Advertisement

[আরও পড়ুন: গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি-বোমা, খড়দহে খুন TMC নেতা]

সারাদিনে হাত পুড়িয়ে চা বিক্রি করে ৫০-৬০ টাকা যা রোজগার হয় সেই দিয়েই কোনওরকমে দিন গুজরান হয় আলিফের। ভালবেসে দু-একদিন দাদু খাবার দিয়ে গেলেও নিজের জন্য রান্নাও নিজেকেই করতে হয় তাকে। কোনওদিন তা না পারলে মুড়ি খেয়েও থাকতে হয়। আর এই খবর ‘সংবাদ প্রতিদিন’-এ প্রথম প্রকাশিত হয়। তারপরই শিশু সুরক্ষা দপ্তরের কর্মীরা ন-পাড়া এলাকায় এসে তার সঙ্গে কথা বলে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিকে তাঁর সমস্যার বিষয়গুলি জানান। আর শুক্রবার সকালে ছোট্ট আলিফের সঙ্গে ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা দেখা করেন ও কথা বলেন। সে পড়াশোনা করতে ইচ্ছুক বলেও জানায়।

বিডিও দেবব্রত জানা বলেন, “আলিফের সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলি। ওর জীবনে পড়াশোনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সবরকম সহযোগিতা করার জন্য প্রধানকে জানিয়েছি। বাড়ির পরিবেশে রেখেই ও যাতে পড়াশোনা করতে পারে সেই দিকটি দেখা হচ্ছে। এছাড়াও সরকারি সাহায্য ও স্পনসরশিপের বিষয়টিও দেখা হচ্ছে।” পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ বলেন, “মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে ওর পড়াশোনা-সহ সবরকমভাবে পাশে থাকার জন্য আলিফের সঙ্গে দেখা করা হয়। স্থানীয় একটি মাইনোরিটি হস্টেলে ওকে থাকার কথা বলা হলে সে রাজিও হয়ে যায়। খুব তাড়াতাড়ি ওখানে যাবে বলে জানায়।”

[আরও পড়ুন: বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, ডায়মন্ড হারবারে গাড়ি উলটে মৃত অন্তত ৫

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement