shono
Advertisement

ভোটের আগে নয়া প্রতীক পেল কমল হাসানের দল

কী প্রতীক পেল? The post ভোটের আগে নয়া প্রতীক পেল কমল হাসানের দল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Mar 10, 2019Updated: 05:17 PM Mar 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দলীয় প্রতীক পেলেন অভিনেতা কমল হাসানের রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)৷ ‘ব্যাটারি টর্চ’ চিহ্নে এবারের ভোট ময়দানে অবতীর্ণ হবে এমএনএম৷ইতিমধ্যে ৩৯টি নয়া রাজনৈতিক দলের প্রতীক ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ সেই তালিকায় নাম রয়েছে কমল হাসানের দলেরও৷ জানা গিয়েছে,  একক ভাবে তামিলনাডুর ৩৯টি আসনে এবং পুদুচেরির একটি আসনে লড়াই করবে কমল হাসানের দল৷

Advertisement

[এয়ারস্ট্রাইকের প্রমাণ চেয়েছে দল, লজ্জায় ইস্তফা দিলেন কংগ্রেস নেতা ]

গত বছর তামিলনাড়ুর ‘রাজনৈতিক রাজধানী’ মাদুরাইতে বড় সমাবেশ করে নিজের নয়া রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন কমল হাসান। তামিল রাজনীতিতে আত্মপ্রকাশ করে আরও একটি রাজনৈতিক দল ‘মাক্কাল নিধি মাইয়ম’। কমল হাসান ঘোষণা করেন, ‘আমি আর সিনেমার স্টার নই।’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন তামিল সুপারস্টার৷ এই বৈঠকের পরই জল্পনা তৈরি হয় যে, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তামিলনাডুতে নির্বাচনে লড়তে পারেন কমল হাসান৷ কিন্তু অবশেষে তা হয় না৷ তামিলনাডুতে ডিএমকে-র সঙ্গে জোট করে কংগ্রেস৷ কমল হাসান একক ভাবে ভোটে লড়াই করার কথা ঘোষণা করেন৷

[সেনার পরাক্রমকে ঢাল করে ভোট প্রচার নয়, নির্দেশিকা নির্বাচন কমিশনের ]

২০১৬-তে মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রয়াত হয়েছিলেন জয়ললিতা। তাঁর মৃত্যুর পর তামিল রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হয়। একজন আইকনিক নেতা বা নেত্রীর অভাবটা বড় বেশি করে টের পাওয়া যাচ্ছিল। সেই সূত্রেই দুজন অভিনেতার রাজনীতিতে আসা নিয়ে জল্পনা চলছিল। রজনীকান্ত ও কমল হাসান। এমনও শোনা যাচ্ছিল, দুজনেই মিলেই হয়ত কোনও রাজনৈতিক মঞ্চ বা দল তৈরি করবেন। রজনীকান্তের সঙ্গে দেখাও করেছিলেন কমল হাসান। তবে সব জল্পনার অবসান ঘটে যখন নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেন কমল হাসান।

The post ভোটের আগে নয়া প্রতীক পেল কমল হাসানের দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement