-
- ফটো গ্যালারি
- Kanchan mullick sreemoyee chattorajs reception look
রিসেপশন লুকে কাঞ্চন-শ্রীময়ী, দেখুন অ্যালবাম
‘মিসেস মল্লিক’ নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন।
Tap to expand
কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan Mullick, Sreemoyee Chattoraj) রিসেপশনেও এলাহি আয়োজন। পার্কস্ট্রিটের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েতে বসছে রিসেপশনের আসর। বুধবার সন্ধে থেকেই ভেন্যুতে তারকাদের ভিড়। তবে এদিনের সাজসজ্জায় রয়েছে বিশেষ চমক।
Tap to expand
‘মিসেস মল্লিক’ নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন। এমনকী নিজের পোশাকের পরিকল্পনাও শ্রীময়ী চট্টরাজের নিজেরই। গলাবন্ধ পরেছেন কাঞ্চন। সঙ্গে কাশ্মীরি শাল পেয়ার আপ করেছেন অভিনেতা।
Tap to expand
বিয়ে কিংবা ঘরোয়া বউভাতের মতো এদিন শাড়ি না পরে লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন নবপরিণীতা অভিনেত্রী। শ্রীময়ীর ধূসর রঙের লেহেঙ্গার উপর গোলাপিসুতোর কাজ করা। আমেরিকান ডায়মন্ডের গয়নাতেই সেজেছেন অভিনেত্রী।
Tap to expand
রিসেপশনে সোনার গয়না পরেননি তিনি। কেন? শ্রীময়ীর কথায়, বিয়ের দিন থেকেই সোনার গয়না পরে রয়েছেন তিনি। তাছাড়া শ্বশুর বাড়িতে আসার পর থেকেই নতুন বউমাকে সবসময়ে সোনার গয়নায় সেজে থাকতে হচ্ছে। সেই প্রেক্ষিতেই রিসেপশনের সাজে একটু অন্যরকম লুক আনতে চেয়েছেন তিনি।
Tap to expand
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের মেন্যুতেও রকমারি পদ রয়েছে। বাঙালি খাবারের পাশাপাশি মোঘলাই পদও প্রাধান্য পেয়েছে তালিকায়। (ছবি সৌজন্যে- বার্ডলেন্স ক্রিয়েশন)
Published By: Sandipta BhanjaPosted: 09:11 PM Mar 06, 2024Updated: 09:16 PM Mar 06, 2024
‘মিসেস মল্লিক’ নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন।