সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সম্ভবত জীবিত মাত্র দুজন! এমনটাই জানা যাচ্ছে। ধ্বংসাবশেষ থেকে সেই দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম ভিডিও।
সেই ভিডিওতেই দেখা গিয়েছে কীভাবে রানওয়ের উপর থেকে ক্রমেই পিছলে যাচ্ছিল বিমানটি। পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই কারণেই পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। চাকা না খোলায় বিকল্প ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে বিমানটি গিয়ে রানওয়ের দেওয়ালে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের শিখা ঝলসে ওঠে। আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভিতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি।
ওই বিমানে ১৮১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ক্রু সদস্য ৬ জন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে প্রায় সকলেই প্রাণ হারিয়েছেন বলেই অনুমান। জীবিত অবস্থায় মাত্র দুজনকে পাওয়া গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে দাবি, সম্ভবত মারা গিয়েছেন বাকি ১৭৯ জন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। সমস্ত যাত্রীকেই বিমান থেকে বের করার চেষ্টা শুরু হয়। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার অব্যবহিত পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত ৩২টি ইঞ্জিন সেখানে ছিল বলে জানা যাচ্ছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবিলা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে।