সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠে লাল কাপড় দিয়ে বাঁধা শিশু। হাতে রক্তস্নাত তলোয়ার। কেশর ফুলিয়ে পিঠে রানিকে নিয়ে ছুটছে বাদল। শত্রুর বুক চিরে বেরিয়ে যাচ্ছে তাঁর হাতিয়ার। ইংরেজদের ত্রাস হয়ে উঠেছিলেন ২২ বছরের এক নারী। ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’। ৭২তম স্বাধীনতা দিবসেই মুক্তি পেল কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবির পোস্টার। প্রথম ঝলকেই বাজিমাত করলেন বলিউডের ক্যুইন। দর্শকদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিলেন তিনি।
[স্বাধীনতা দিবসের সেলিব্রেশনে মাতলেন টলিউড-বলিউডের তারকারা]
গঙ্গায় ডুব দিয়েই ঐতিহাসিক ছবির যাত্রা শুরু করেছিলেন কঙ্গনা। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত দক্ষিণী পরিচালক কৃষ। এ ছবি দিয়েই বলিউড যাত্রা শুরু করছেন তিনি। প্রায় এক বছর ধরে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন কঙ্গনা। রানি লক্ষ্মীবাঈয়ের মতো চরিত্র ফুটিয়ে তোলা তাঁর বরাবরের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যখন পূরণ হয়েছে, চেষ্টায় কোনও খামতি রাখেননি অভিনেত্রী। এমনিতেই কঙ্গনার অভিনয় নিয়ে সন্দেহ প্রকাশের কোনও অবকাশ নেই। তবে লক্ষ্মীবাঈয়ের মতো চরিত্রের জন্য শারীরিকভাবেও বেশ খাটতে হয়েছে তাঁকে। শিখতে হয়েছে ঘোড়ায় চড়া ও তলোয়ার চালানো। ছবির বেশিরভাগ স্টান্ট কঙ্গনা নিজে করেছেন। আর তা করতে গিয়ে কপালে আঘাতও পেয়েছেন অভিনেত্রী। কিন্তু তাতে দমে যাননি অভিনেত্রী। কাটা দাগ নিয়েই ফের শুটিং করেছেন।
ছবিতে বাঙালি দর্শকদের জন্য বড় পাওনা যিশু সেনগুপ্ত। ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সদাশিবের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। তাঁতিয়া টুপি হয়েছেন অতুল কুলকর্ণি। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রবেশ করছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। ঝলকারিবাঈয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। মুক্তি দিন্ ধার্য হয়েছে ২০১৯ সালের ২৫ জানুয়ারি।
[স্বাধীনতা দিবসে সড়ক নিরাপত্তার খাতিরে ‘ট্রাফিক পুলিশ’ অক্ষয়]
The post স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’র পোস্টার appeared first on Sangbad Pratidin.