shono
Advertisement

ফের আসছে ‘কফি উইথ করণ’, নতুন সিজনের প্রথম এপিসোডেই অতিথি শাহরুখ!

'কফি উইথ করণে'র নতুন সিজনে তারকার তালিকায় রয়েছে প্রচুর দক্ষিণী অভিনেতারাও।
Posted: 07:57 PM Mar 30, 2023Updated: 08:26 PM Mar 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ জোহর। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। অন্তত, বলিউড সূত্র তাই বলছে।

Advertisement

বক্স অফিসে পাঠানের দারুণ জয়লাভ। এমন সময়ে শাহরুখকে (Shahrukh Khan) দিয়ে এপিসোড শুরু করলে যে টিআরপির পারদ উঠবে উর্ধ্বে, সেই অঙ্কটা ভালই জানা রয়েছে করণের। আর তাই বুদ্ধি করেই শাহরুখকে রাজি করিয়ে ফেলেছেন।

[আরও পড়ুন: ‘ময়দানে’র ঝলকে চমক অজয় দেবগনের, টিজারে না থাকলেও শেয়ার করলেন রুদ্রনীল ]

তবে শুধু শাহরুখই নয়। ‘কফি উইথ করণে’র নতুন সিজনে তারকার তালিকায় রয়েছে প্রচুর দক্ষিণী তারকাও। বলিউড তারকাদের পাশাপাশি করণের এই শোয়ে দেখা যেতে পারে কান্তারার ঋষভ, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, এমনকী, ‘নাটু নাটু’র অস্কার জয়ের কথা মাথায় রেখে করণ তালিকায় রেখেছেন রামচরণ ও জুনিয়ার এনটিআরকে।

তবে শুধু নায়কদের তালিকা নয়। শোনা যাচ্ছে, নতুন সিজনে দেখা যেতে পারে রশ্মিকা মান্দানা, সামান্তা প্রভুকেও। তবে আপাতত, এসব নিয়ে মুখ খুলতে নারাজ করণ। যা রটেছে তা গুঞ্জনেই।

[আরও পড়ুন: ৩৫ বছর আগের শাড়ি পরে রামনবমী উদযাপন, ভিডিও শেয়ার করলেন ‘রামায়ণে’র সীতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement