shono
Advertisement

নগ্ন শরীরে কম্বলের ওম, শীতের মরশুমে নেটদুনিয়ার পারদ চড়ালেন করিশ্মা

শীতের মরশুমে নগ্নতার উচ্ছ্বাস, দেখুন বিস্ফোরক ছবি। The post নগ্ন শরীরে কম্বলের ওম, শীতের মরশুমে নেটদুনিয়ার পারদ চড়ালেন করিশ্মা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Dec 18, 2017Updated: 04:35 PM Sep 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইফ ইউ হ্যাভ, ফ্লন্ট ইট’- বলিপাড়ার তরুণ প্রজন্মের অভিনেত্রীদের এটাই যেন মূলমন্ত্র। সে এষা গুপ্তা হোক কিংবা ফতিমা সানা শেখ। তালিকায় আছেন করিশ্মা শর্মাও। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে তিনি চর্চায় ছিলেন তাঁর বিতর্কিত ফটোশুটের জন্য। এর আগেও নেটদুনিয়াতে তিনি তাঁর সাহসের পরিচয় দিয়েছিলেন। সম্প্রতি প্রায় নগ্ন ফটোশুটে ফের চর্চায় তিনি।

Advertisement

সাধারণত বিকিনি বা খাটো পোশাকে ফটোশুটই করেন অভিনেত্রীরা। তা পোস্ট করা মাত্র নেটদুনিয়ায় দেদার সমালোচনা হয়। ট্রোলেরও শিকার হন অভিনেত্রীরা। কিন্তু তাতে অবশ্য পিছিয়ে যাননি তাঁরা। যাঁরা আরও বেশি সাহসী, তাঁরা নগ্ন ছবিও পোস্ট করতে দ্বিধা করেন না। টপলেস হতে দেখা যায় তাঁদের। তবে তাঁদের সংখ্যা হাতে গোনা।

মহাভারতে কৃষ্ণ হতে চান আমির, নয়া ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ শুরু ]

নগ্নতা আলাদা শিল্প। একটি সীমারেখা আছে, যার এপারে নগ্নতা সৌন্দর্যের সমার্থক। অন্যপারে তা অশ্লীলতা। দুটিকে গুলিয়ে ফেলে দেদার কটাক্ষ  হয়। তবে অভিনেত্রীরা জানেন কীভাবে নেটদুনিয়ার মনেযোগ নিজের দিকে ঘুরিয়ে নিতে হয়। নগ্নতাকে হাতিয়ার করেই সেই কাজটিই করেছেন করিশ্মা।

সেলফি তুলে বিপাকে, দেশ ছাড়তে বাধ্য হলেন সেরা সুন্দরী ]

তবে পুরোপুরি নগ্ন হননি তিনি। নগ্নতার ভিতর যে রহস্য আছে, তাই-ই যেন তুলে এনেছেন। শীতের মরশুম। যদিও বিশ্ব উষ্ণায়নের কারণে ঠান্ডা মালুম হচ্ছে না। কিন্তু ঘর গেরস্থালিতে মোটামুটি কম্বল-লেপ বেরিয়ে পড়েছে। বিভিন্ন সংস্থা তাদের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক সময়েই কম্বল গায়ে হাজির হয়েছেন করিশ্মা। তবে তাঁর নগ্ন শরীরেই লেগেছে কম্বলের ওম।

জারি গ্রেপ্তারি পরোয়ানা, বিপাকে বিগ বস-এর এই প্রতিযোগী ]

একাধিক ফটোশুট করেছেন অভিনেত্রী। ক্যামেরার ওপারে ছিলেন অমিত খান্না। তিনিও তাঁর শৈল্পিক দৃষ্টিতেই করিশ্মাকে লেন্সবন্দি করেছেন। কোনওটায় করিশ্মার উন্মুক্ত স্তন বিভাজিকায় হারানোর হাতছানি। কোথাও আবার খোলা শরীরে অতলের আহ্বান। তবে সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে কম্বল। আলো-আঁধারির ভিতর খেলা ধূসরতার মতোই, নগ্নতা আর আবরণের মধ্যবর্তী স্তর তাই রহস্য বাড়িয়েছে।

OMG! প্রিয়াঙ্কার মাত্র পাঁচ মিনিটের পারফরম্যান্সের মূল্য এত! ]

The post নগ্ন শরীরে কম্বলের ওম, শীতের মরশুমে নেটদুনিয়ার পারদ চড়ালেন করিশ্মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement