shono
Advertisement

কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি! প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে প্রাক্তন নাইট তারকা

বিষয়টা কী?
Posted: 05:52 PM Dec 25, 2023Updated: 05:52 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার তিনি। সেই কেসি কারিয়াপ্পা (KC Cariappa) পুলিশের সাহায্য প্রার্থনা করলেন। কারিয়াপ্পার ক্রিকেট কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁর প্রাক্তন বান্ধবী।
শুধুমাত্র কারিয়াপ্পার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েই ক্ষান্ত হননি তাঁর প্রাক্তন বান্ধবী। কারিয়াপ্পার পরিবারকেও বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন সেই বান্ধবী।
কারিয়াপ্পা পুলিশকে জানিয়েছে, সেই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু মারাত্মক মাদকাসক্ত ছিলেন সেই বান্ধবী। ভীষণ মদ্যপানও করতেন। 

Advertisement

[আরও পড়ুন: ‘ইতনা মেহনত কিয়া হ্যায় তো…’, টেস্ট সিরিজের আগে কীসের ইঙ্গিত দিলেন রোহিত?]

এই কারণেই সেই বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কারিয়াপ্পা। কেকেআরের প্রাক্তন তারকার ক্রিকেট কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন সেই মহিলা। এক সিনিয়র পুলিশ অফিসার জানান, কারিয়াপ্পার অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৫ সালে আইপিএল অভিযান শুরু করেন কারিয়াপ্পা। অভিষেক ম্যাচে এবি ডিভিলিয়ার্সের উইকেট নেন তিনি। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের হয়ে একটি ম্যাচ খেলেন। ২০১৯ সালে কারিয়াপ্পা ফিরে আসেন কলকাতা নাইট রাইডার্সে। ২০২০ সালের নিলামের আগে কেকেআর তাঁকে ছেড়েও দেয়। ২০২১ সালে রাজস্থান রয়্যালস কারিয়াপ্পাকে স্কোয়াডে নেয়। সেই কারিয়াপ্পারই ক্রিকেট জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁর প্রাক্তন বান্ধবী।

[আরও পড়ুন: মন জিতে নেওয়া ছবি মেলবোর্নে, বড়দিনের উপহার হাতে কামিন্সদের অনুশীলনে হাজির পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement