shono
Advertisement

Breaking News

Kemi Badenoch

ঋষির দিন শেষ! ব্রিটেন কনজারভেটিভ পার্টির নেত্রী হলেন কৃষ্ণাঙ্গ কেমি বেডেনক

ব্রিটেনের হাউস অফ কমন্সে বিরোধী নেত্রীর দায়িত্ব সামলাবেন কেমি।
Published By: Amit Kumar DasPosted: 09:03 PM Nov 02, 2024Updated: 09:03 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের পর নয়া দলনেত্রী বেছে নিল ব্রিটেনের কনজারভেটিভ পার্টি। শনিবার প্রথম কৃষ্ণাঙ্গ নেত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হলেন ৪৪ বছর বয়সি কেমি বেডেনক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট জেনেরিককে প্রায় এক লক্ষ ভোটে হারিয়ে এই পদে উঠে এলেন তিনি। ফলে ব্রিটেনের হাউস অফ কমন্সে বিরোধী নেত্রী হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের জায়গা নেবেন কেমি।

Advertisement

চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচনের ফলপ্রকাশ হয় ব্রিটেনে। যেখানে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয় কনজারভেটিভ পার্টি। ১৮৩২ সালের পর এই প্রথম দুশোর কম আসন পায় এই দল। যেখানে ৪১১টি আসন পেয়েছে লেবার পার্টি সেখানে মাত্র ১২১টি আসনে জয় পায় কনজারভেটিভরা। দলের এমন বেহাল অবস্থায় পর দলের নেতা পরিবর্তনের লক্ষ্যে হয় দলীয় নির্বাচন। সেখানেই বিপুল ভোটে জয়লাভ করে কনজারভেটিভ দলের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে নির্বাচিত হলেন কেমি বেডেনক।

দলনেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সদস্যদের উদ্দেশে বার্তা দেন কেমি। বলেন, 'আমাদের সামনে অনেক কঠিন কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল লেবার পার্টির সরকারকে জবাদিহি করা। এবং দ্বিতীয় কাজ হল আগামী কয়েক বছরের মধ্যে সরকার পরিচালনার দায়িত্বে ফেরার প্রস্তুতি শুরু করা। পাশাপাশি দায়িত্বে আসার আগে ভোট গণনার দিন তিনি বার্তা দিয়েছিলেন, 'সময় এসেছে সত্য বলার।' পাশাপাশি নির্বাচনে কেন এত খারাপভাবে ফল করল কনজারভেটিভ পার্টি দল তার জবাবদিহি করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের পর নয়া দলনেত্রী বেছে নিল ব্রিটেনের কনজারভেটিভ পার্টি।
  • শনিবার প্রথম কৃষ্ণাঙ্গ নেত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হলেন ৪৪ বছর বয়সি কেমি বেডেনক।
Advertisement