সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবার সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দ্বারস্থ হল কংগ্রেস। শাহকে চিঠি লিখলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে এই মুহূর্তে অসমে রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেখানেই মঙ্গলবার পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। পরে রাহুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন হিমন্ত। অসম পুলিশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, শান্তিভঙ্গ এবং সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে।
[আরও পড়ুন: ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে]
এর পরই বুধবার মল্লিকার্জুন খাড়গে চিঠি লিখলেন অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস (Congress) সভাপতি লিখেছেন, অসমে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা রাহুল গান্ধীর কনভয়ের একেবারে কাছাকাছি চলে আসছেন, অথচ পুলিশ নীরব দর্শক। কেন্দ্র দ্রুত পদক্ষেপ করুক। খাড়গে উল্লেখ করেছেন, রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী এবং কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শেষ কয়েক দিন ধরে যেভাবে তাঁরা বাধার সম্মুখীন হচ্ছে তাতে তাঁদের জীবনের ঝুঁকি বাড়ছে বলেই দাবি করেন কংগ্রেস সভাপতি।
[আরও পড়ুন: অব্যাহত জোটের জট! ফের একলা চলার ইঙ্গিত মমতার, আদৌ থাকবেন রাহুলের ন্যায় যাত্রায়?]
উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিনই অসমে রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী। অসমের বিখ্যাত শঙ্করদেবের মঠে তাঁকে প্রবেশ করার অনুমতি দেয়নি সেরাজ্যের প্রশাসন। তারপরই কংগ্রেসের তরফে কেন্দ্রীয় স্তরে বিষয়টি নিয়ে পদক্ষেপ শুরু হয়ে গেল।