shono
Advertisement

চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার জনপ্রিয় কমেডিয়ান

খেয়ালি অংশ নিয়েছিলেন ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে।
Posted: 10:11 AM Mar 17, 2023Updated: 10:11 AM Mar 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান খেয়ালি সাহারান। বৃহস্পতিবার জয়পুরের পুলিশ গ্রেফতার করেন খেয়ালিকে। জয়পুরের মানসরোবর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ২৫ বছর বয়সি এক তরুণী।

Advertisement

পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার চাকরি পাইয়ে দেওয়ার নামে এক হোটেলে তরুণীকে ডাকেন কমেডিয়ান খেয়ালি। তরুণীর অভিযোগ, হোটেলের রুমে মদ্যপ অবস্থায় তাঁকে ধর্ষণ করেন এই কৌতুকশিল্পী। তরুণীর অভিযোগের ভিত্তিতেই কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খেয়ালি ওই হোটেলে দুটো রুম বুক করেছিলেন। হোটেলে হাজির ছিলেন আরও এক মহিলা। দুজনকেই বিয়ার খাওয়ার জন্য বাধ্য করেছিলেন খেয়ালি। মহিলাটি চলে যাওয়ার পর খেয়ালি তরুণীকে ধর্ষণ করে বলেই অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: ‘ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না!’, জন্মদিনে কবীর সুমনকে খোঁচা তসলিমার ]

খেয়ালি অংশ নিয়েছিলেন ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে। কপিল শর্মার শোয়েও দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: এবার বড়পর্দায় আসছে ‘ঠগ’ সুকেশের জীবনী, নায়িকা কি জ্যাকলিন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement