shono
Advertisement
Kiara Advani

কিয়ারার স্বমেহন দৃশ্যের সাক্ষী! 'লাস্ট স্টোরিজ'-এর সেটে দাঁড়িয়ে কী মনে হয়েছিল সিদ্ধার্থের?

সম্প্রতি সংসারে নতুন অতিথি আসতে চলেছে বলেই সুখবর দেন সিদ্ধার্থ ও কিয়ারা।
Published By: Sayani SenPosted: 10:44 PM Mar 12, 2025Updated: 10:44 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'লাস্ট স্টোরিজ'-এর কথা বললেই বহুলচর্চিত স্বমেহনের দৃশ্য সকলের চোখের সামনে ভেসে ওঠে। যাতে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা আডবাণী। কারণ, সেই সময় এই দৃশ্যের জন্য বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, ওই দৃশ্যের শুটিং সেটেই ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেদিন ওই দৃশ্যে কিয়ারার অভিনয় দেখে কী মনে হয়েছিল তাঁর?

Advertisement

সিদ্ধার্থ জানান, 'লাস্ট স্টোরিজ'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। করণ জোহরের মারফত সিদ্ধার্থ জানতে পারেন ওইদিন সেটে স্বমেহনের দৃশ্যের শুটিং হবে। ওই দৃশ্যের শুটিং দেখার ইচ্ছাপ্রকাশ করেন সিদ্ধার্থ। আর তারপরই সেটে যাওয়া তাঁর। সিদ্ধার্থের সামনেই কিয়ারা সেদিন স্বমেথনের দৃশ্যের শুটিং করেন। তবে রিল আর রিয়েল - গুলিয়ে ফেলেননি কিয়ারা। এতটুকুও অস্বস্তিবোধ না করে বরং চিত্রনাট্য অনুযায়ী কাজ করতে গিয়েছেন।

একজন অভিনেত্রী হিসাবে কিয়ারা ঠিক কতটা সাহসী, তা আঁচ করতে বিশেষ অসুবিধা হয়নি সিদ্ধার্থের। কিয়ারা ঘরোয়া বলেও মনে হয়েছিল তাঁর। সিনে অনুরাগীদের সকলের জানা, 'শেরশাহ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখানেই মন দেওয়া নেওয়া। বছর দুয়েক প্রেমের পর ২০২৩ সালে চার হাত এক হয় তাঁদের। সম্প্রতি সংসারে নতুন অতিথি আসার সুখবরও দেয় বলিউডের মিষ্টি জুটি। মা-বাবা হতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিয়ারার স্বমেহন দৃশ্যের সাক্ষী!
  • 'লাস্ট স্টোরিজ'-এর সেটে দাঁড়িয়ে এই দৃশ্যের শুটিং দেখেন সিদ্ধার্থ।
  • সেদিন কিয়ারা দেখার পর 'ঘরোয়া' বলেই মনে হয়েছিল সিদ্ধার্থের।
Advertisement