সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দিতে পারেন কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এর জেরেই নাকি হুমকি চিঠি পেয়েছেন কন্নড় সুপারস্টার। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর।
১৯৯৭ সালের অভিনয় জগতে সফর শুরু করেন সুদীপ। কন্নড়, তামিল, তেলুগুর পাশাপাশি ‘দাবাং ৩’র মতো হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। দাক্ষিণাত্যে জোর গুঞ্জন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন স্যান্ডেলউড স্টার। শোনা যাচ্ছে, এই রটনার পরই হুমকি চিঠি পেয়েছেন তারকা।
[আরও পড়ুন: সুপার মডেল জিজি হাদিদের শরীরে অশালীনভাবে হাত! তুমুল কটাক্ষের মুখে বনি কাপুর]
সূত্রের খবর, চিঠিটি পেয়েছেন কিচ্চা সুদীপের ম্যানেজার জ্যাক মঞ্জু। আর সেই চিঠিতে অভিনেতার ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পরই বেঙ্গালুর থানায় অভিনেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডি বিষয়টি কেন্দ্রীয় ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার সুদীপের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় তারকার কংগ্রেসে যোগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারকার পক্ষ থেকে সেটিকে ব্যক্তিগত সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের দলে টানতে চাইছে গেরুয়া শিবির। তাই সুদীপকে নাকি বিজেপিতে যোগ দানের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে প্রথমে কিছু না বললেও পরে সুদীপ জানান, তিনি বিজেপির হয়ে প্রচার করবেন কিন্তু দলে এখনই যোগদান করবেন না।