সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ১০ বছরের শিশুকে ধর্ষণ৷ তারপর ওই শিশুটির হৃৎপিণ্ড খুবলে নিল ধর্ষক৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের বুনেয়োপলিশে৷ ঘটনায় অভিযুক্ত লোপেস নামে এক যুবক৷ ইতিমধ্যেই লোপেসকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ৷ কয়েকটি মানবাধিকার সংগঠন তার কঠিন শাস্তির দাবি জানিয়েছে৷
পুলিশ সুত্রে খবর, দিনকয়েক আগে স্কুলে যাচ্ছিল ১০ বছরের রায়ানা অ্যাপারসিডা কানদিদা৷ সেই সময়ই তাকে অপহরণ করে লোপেস৷ একটি নির্জন এলাকায় রায়ানাকে নিয়ে যায় সে৷ সেখানে বেশ কয়েকবার ধর্ষণ করে এবং ধর্ষণের কথা কাউকে না বলার জন্য হুমকিও দিতে থাকে৷
কিন্তু ভয়ে চিৎকার করতে থাকে রায়ানা৷ চিৎকারে স্থানীয় মানুষ যখন ঘটনাস্থলে এসে পৌঁছন, দেখতে পান রায়ানার হৃৎপিণ্ড খুবলে নিয়েছে লোপেস৷ স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে তাকে৷ চলে বেধড়ক মারধর৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ জনতার হাত থেকে উদ্ধার করে গ্রেফতার করা হয় তাকে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগেও শিশুদের যৌননিগ্রহ করার অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে৷ মানসিক বিকৃতি থেকেই এই নৃশংসতা বলে অনুমান পুলিশের৷
The post শিশুকে ধর্ষণ করে হৃৎপিণ্ড খুবলে নিল ধর্ষক appeared first on Sangbad Pratidin.