shono
Advertisement
KKR

বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা-গুজরাট ম্যাচ, বিদায় গিলদের, প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নাইটদের

Published By: Krishanu MazumderPosted: 10:37 PM May 13, 2024Updated: 11:21 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা-গুজরাট (KKR vs GT) ম্যাচ। শহর বদলালেও বরুণদেবতা পিছু ছাড়ল না কেকেআরের।
ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল। আজ সোমবার এক বলও খেলা হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে গুজরাট ও কলকাতার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। সোমবারের পরে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল নাইটরা। গৌতম গম্ভীরের দলের অবস্থানে অবশ্য কোনও পরিবর্তন হল না। 
এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে আসায় কেকেআরের পয়েন্ট হল ১৯। প্রথম কোয়ালিফায়ার খেলবে নাইটরাই। 

Advertisement

[আরও পড়ুন: এফআইআরকে চ্যালেঞ্জ, হাই কোর্টে মামলা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]

শেষ ম্যাচ তাদের বাকি রাজস্থানের সঙ্গে। সেই ম্যাচের ফলাফল কী হবে, তা বলবে সময়। তবে এদিনের পরে বলে দেওয়াই যায় প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কলকাতার। যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দুবার প্রথম দুইয়ে শেষ করেছিল কলকাতা শিবির। এবার কী হবে, তা জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা ছাড়া গত্যন্তর নেই। এদিকে রাজস্থান রয়্যালসের ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাব কিংস ও কেকেআরের সঙ্গে। দুটো ম্যাচ জিতলে রাজস্থানের পয়েন্ট হবে ২০। সেক্ষেত্রে কলকাতা দ্বিতীয় হয়ে প্লে অফে পৌঁছবে। গুজরাট আগেই ছিটকে গিয়েছিল আইপিএল থেকে। এদিন ম্যাচ না হওয়ায় শুভমন গিলদের টুর্নামেন্টই শেষ হয়ে গেল। 
কথায় বলে  শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। পুরোটা বোঝা না গেলেও কিছুটা তো বোঝাই যায়। এদিন শুরু থেকেই ইঙ্গিত ছিল বৃষ্টি ভেস্তে দিতে পারে  ম্যাচ। নির্দিষ্ট সময়ে টস হল না। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ আকাশ চিড়ে ফেলল। বৃষ্টি কখনও হল ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরঝিরে। একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করা হল। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ জানিয়ে দেওয়া হল এদিনের ম্যাচ শুরু করা যাচ্ছে না। পিচ কভার অবশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। দুদলের ক্রিকেটাররা পিচ দেখেন। আউটফিল্ডও খতিয়ে দেখেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, এই ম্যাচ এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। কেকেআর প্লে অফের টিকিট আগেই জোগাড় করে ফেলেছে। সামনেই বিশ্বকাপ। ম্যাচ হলে ভিজে মাঠে চোট আঘাত হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ম্যাচ অফিসিয়ালদের বিবেচনার উপরই সব ছেড়ে দেওয়া উচিত। ম্যাচ আম্পায়াররাও মাঠের পরিস্থিতি দেখে জানিয়ে দেন কলকাতা-গুজরাট ম্যাচ শুরু করা যাচ্ছে না। 

[আরও পড়ুন: ‘ওঁর নামে মন্দির হবে’, চেন্নাইয়ের ‘ভগবান’ ধোনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন সতীর্থের]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা-গুজরাট ম্যাচ।
  • শহর বদলালেও বরুণদেবতা পিছু ছাড়ল না কেকেআরের।
  • ইডেনে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল।
Advertisement