সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ফুসফুসের ক্যানসার (Lung Cancer)। কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত দুই বছরে দেশে পাঁচ শতাংশে হারে বেড়েছে ফুসফুসের ক্যানসার। আশঙ্কার কথা হল, কেবলমাত্র ধূমপায়ীরাই ফুসফুসের ক্যানসারের শিকার হচ্ছেন না। অধূমপায়ী, মহিলারাও মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, অন্যতম কারণ দূষণ। যা ভারতের বড় শহরগুলোতে ক্রমবর্ধমান।
পরিস্থিতি কতটা ভয়াবহ?
সংসদে আইসিএমআর-এর (ICMR) পরিসংখ্যান পেশ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত বছর দেশে মোট ৩৪ হাজার মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অধিক আক্রান্ত রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলা। তালিকা অনুযায়ী রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলা ও বিহার। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে আক্রান্ত সংখ্যায় শীর্ষে তামিলনাড়ু। এরপর যথাক্রমে রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও কেরল।
[আরও পড়ুন: রাজধানী-দুরন্তর থেকে কোথায় এগিয়ে বন্দে ভারত? কেন চড়বেন এই সুপারফাস্ট ট্রেনে?]
৯ জন ভারতীয়ের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত:
ফুসফুস ও অন্যান্য ক্যানসার মিলিয়ে মোট আক্রান্ত সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। ২০২২ সালে সেখানে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৯৫৮ জন। আইসিএমআর জানাচ্ছে, ৯ জন ভারতীয়ের মধ্যে কমপক্ষে একজন জীবদ্দশায় ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ১২.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে কর্কট রোগ। অধিকাংশ আক্রান্তের বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে।
ফুসফুসের ক্যানসারের লক্ষণ:
১) দীর্ঘস্থায়ী কাশি। যা কিছুতেই সারতে চায় না।
২) কাশির সঙ্গে রক্ত ওঠা।
৩) শ্বাসকষ্ট।
৪) বুকে ব্যথা।
৫) গলা বসে যাওয়া।
৬) ওজন কমা।
৭) হাড়ে ব্যথা।
৮) ক্রমাগত মাথা যন্ত্রণা।
[আরও পড়ুন: এবার ১০০ দিনের কাজে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, দুর্নীতি রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের]
কী কী কারণে মারণ রোগ হতে পারে?
ধূমপান, দূষণ ছাড়াও ব়্যাডিয়েশন থেরাপি থেকেও কর্কট রোগের সম্ভাবনা তৈরি হতে পারে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যে সব শ্রমিকরা কেমিক্যাল, ধাতুর গুড়োর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন, তাঁদের ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা তৈরি বাড়ে। এছাড়াও জিনগত কারণে ফুসফুসের ক্যানসার হতে পারে। অতএব, প্রতি ক্ষেত্রে সচেতন থাকতে হলে। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।