shono
Advertisement

কোন দেশের নাগরিকদের পাসপোর্টের ক্ষমতা বেশি?

ক্ষমতার বিচারে বিশ্বে প্রথম একটি এশীয় দেশ৷ The post কোন দেশের নাগরিকদের পাসপোর্টের ক্ষমতা বেশি? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Jun 02, 2018Updated: 12:08 PM Jun 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আর্থিক সমৃদ্ধির হার, প্রতিরক্ষা শক্তির ইত্যাদির উপরে এতকাল নির্ভর করত আন্তর্জাতিক বিশ্বে কোনও দেশের ক্ষমতা৷ তবে পাসপোর্টের শক্তিও যে দেশের ক্ষমতার প্রতীক হতে পারে তা অজানাই ছিল৷ সম্প্রতি হেনলে অ্যান্ড পার্টনার নামের একটি সংস্থা প্রকাশ করেছে বার্ষিক পাসপোর্ট ইনডেস্ক৷ তাতেই তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতার পরিমাণ৷

Advertisement

[১২ জুনই কিমের সঙ্গে মোলাকাত, সম্ভাবনা উসকে দিলেন ট্রাম্প]

কেমন ভাবে গণনা করা হয় বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি? সংস্থাটি জানাচ্ছে, কোনও দেশের নাগরিক যত সংখ্যক দেশে বিনা ভিসায় সফর করতে পারেন, তার উপরে নির্ভর করে সেই দেশের পাসপোর্টের শক্তি৷ এইভাবে বিচার করে রিপোর্টে, ভারতকে রাখা হয়েছে ৭৬তম স্থানে৷ সংস্থাটি জানাচ্ছে ৫৯টি দেশে ভারতের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন৷ রিপোর্টে সবচেয়ে উপরে রাখা হয়েছে জাপানকে৷ কারণ জাপানের নাগরিকরা ১৮৯টি দেশে বিনা ভিসায় সফর করতে পারেন৷ তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সিঙ্গাপুর ও জার্মানিকে৷ দু’দেশের নাগরিকরা ১৮৮ দেশের বিনা ভিসায় সফরে যান৷

[OMG! অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সামনেই নাচে মত্ত চিকিৎসক!]

রিপোর্টে তৃতীয় স্থানে একত্রে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া৷ ১৮৭টি দেশে বিনা ভিসায় যেতে পারেন এই দেশগুলির নাগরিকরা৷ চতুর্থ স্থানে আবার একত্রে রয়েছে নরওয়ে, ব্রিটেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও আমেরিকা৷ ১৮৬টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারেন এই দেশগুলির নাগরিকরা৷ বিশ্বের ২২৭টি স্থানের উপরে সমীক্ষা চালিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি যে তথ্য পেয়েছে তা বিশ্লেষণ করেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের এই শক্তি৷

The post কোন দেশের নাগরিকদের পাসপোর্টের ক্ষমতা বেশি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement