সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ল্যাবরেটরি টেকনিশিয়ানস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। মোট শূন্যপদ ৮টি। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য?
- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
- আবেদনকারীর কম্পিউটার সংক্রান্ত ন্যূনতম কোর্স পাশ হতে হবে।
- অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুযায়ী, ২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
[আরও পড়ুন: সরকারি চাকরি খুঁজছেন? ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে সুযোগ]
আবেদনের পদ্ধতি:
www.kmcgov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্রের খামে লিখতে হবে চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার/সেক্রেটারি, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি।
আবেদনপত্র কোথায় পাঠাবেন?
- সিএমও বিল্ডিও ৫, এস এস ব্যানার্জী রোড, কলকাতা-৭০০০১৩।
- সিএমও বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২৫৪ নম্বর ঘরের পাশের ড্রপ বক্সেও আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে।
আবেদনপত্র জমার সময়সীমা:
৭-১২ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং কম্পিউটারের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনকারীকে অবশ্যই www.kmcgov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।