shono
Advertisement
Abhishek Banerjee

একই চাঁদ দেখে ইদ-করবা চৌথ পালন! রেড রোড থেকে সম্প্রীতির বার্তা অভিষেকের

একইসঙ্গে সতর্ক করেন ধর্মের মধ্য়ে ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র নিয়েও।
Published By: Paramita PaulPosted: 08:03 PM Mar 31, 2025Updated: 08:14 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিন রেড রোড থেকে সম্প্রীতির বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মনে করিয়ে দিলেন, একই চাঁদ দেখেই ইদ এবং করবা চৌথ পালিত হয়। বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাও মনে করিয়ে দেন অভিষেক। একইসঙ্গে সতর্ক করেন ধর্মের মধ্য়ে ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র নিয়েও।

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেড রোডে ইদের অনুষ্ঠানে পৌঁছে গিয়ছিলেন অভিষেক। সেখান থেকে তিনি বলেন,"যারা বাংলাকে ভাগ করতে চায়, বাটোয়ারা করতে চায়, তাদের মনে রাখা উচিত, যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, তেমন সেই চাঁদ দেখেই করবা চৌথের উপোসভঙ্গ করা হয়। চাঁদের কোনও ধর্ম হয় না।" এ প্রসঙ্গে বলতে গিয়ে রাহত ইন্দোরির লেখা উদ্ধৃত করেন তিনি। বলেন, 'সভি কা খুন হ্যায় শামিল ইঁহা মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।' তৃণমূল নেত্রী সবসময় বলেন, 'বাংলায় ধর্ম যার যার, উৎসব সবার।' এদিন সে কথা আরও একবার মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, "বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের।"

এদিনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মনে করিয়ে দেন, কীভাবে বাংলা একজোট হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই কথা মনে করিয়ে তিনি বলেন, "যে বাংলা থেকে তারা ১৮ টা সিট পেয়েছিল, তার মধ্যে ৬ টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। যদি বাংলার সবাই একজোট না হত, তাহলে গোটা দেশে ওদের একনায়কতন্ত্র চলতেই থাকত। মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।" পরিশেষে অভিষেকের বার্তা, "জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদের দিন রেড রোড থেকে সম্প্রীতির বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মনে করিয়ে দিলেন, একই চাঁদ দেখেই ইদ এবং করবা চৌথ পালিত হয়।
  • বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাও মনে করিয়ে দেন অভিষেক।
Advertisement