shono
Advertisement
Abhishek Banerjee

'দেবীপক্ষে নারীশক্তির জাগরণ', নবরাত্রির শুভেচ্ছাবার্তা অভিষেকের

শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Published By: Kousik SinhaPosted: 01:29 PM Sep 22, 2025Updated: 02:02 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে নারীশক্তির জাগরণের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার, প্রতিপদ। দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষ মানেই একেবারে পুরোদমে পুজোর আমেজ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শহরে একাধিক পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। রবিবার রাতেই মণ্ডপে মানুষ ঢল দেখা গিয়েছে। একদিকে উৎসবের সূচনা, অন্যদিকে আজ নবরাত্রির প্রথম দিনেই দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে নারীশক্তির জাগরণের কথা তুলে ধরেন।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, ''এই উৎসব হল শক্তির আরাধনা। স্বর্গীয় নারীশক্তির যে অসীম ক্ষমতা, তারই উদযাপন এই উৎসব। এটাই স্মরণ করিয়ে দেওয়া যে সত্যি, সাহস আর সততা সবসময় অন্ধকারের উর্ধ্বে জাগরিত হয়।'' তিনি আরও লিখেছেন, ''মা দুর্গার শক্তিতে সব ছায়া মুছে যাক। শান্তি, সমৃদ্ধি আর ন্যয়বিচারের পথে আমাদের এগিয়ে নিয়ে যাক।''

নবরাত্রিতে শুভেচ্ছাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একইসঙ্গে প্রতিপদের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে।’

সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি। বলে রাখা প্রয়োজন, প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেসব গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীদের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি গান আজ এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে নারীশক্তির জাগরণের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement