ব্যক্তি নয়, দলই বড়। ডিজিটাল যোদ্ধা কনক্লেভ থেকে সাফ বার্তা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঞ্চ থেকে অভিষেক বললেন, "মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালোবাসুন।" নেতা-কর্মীদের তৃণমূল সাংসদের নির্দেশ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল যোদ্ধা কনক্লেভে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দলের আইটি সেলের সদস্য-কর্মীদের কৃতজ্ঞতা জানান তিনি। এদিনের মঞ্চ থেকেই অভিষেক স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, নিজের স্বার্থে দলকে ব্যবহার করলে তা বরদাস্ত করা হবে না। দলকে ভালোবাসতে হবে। আমজনতার পাশে দাঁড়াতে হবে। এদিন অভিষেক বলেন, "ব্যক্তি নয়, দলই বড়। মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালোবাসুন।" এদিন সংবাদ মাধ্যমকে নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সাফল্যের কথা দেখানো হয় না।
এরপরই কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, "সংবাদ মাধ্যম যদি প্রচার না করে তাহলে আমাদেরই করতে হবে। তার জন্য রয়েছে সোশাল মিডিয়া-ফেসবুক, এক্স, ইউটিউব। আপনারা অনেকেই ভাবেন কী প্রচার করব, কী বলব। আপনারা দলের নামে জয়ধ্বনি করুন। আমাদের সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন।" কীভাবে বিজেপির সঙ্গে লড়তে হবে তার রণকৌশল এদিন বলে দিলেন অভিষেক। তিনি বলেন, "বিজেপির অর্থবল রয়েছে। আমরা মিথ্যেবাদীর পার্টি নই। আমরা আদর্শের উপর দল করি। আমরা রটনাকে ঘটনা বানাতে পারব না যেটা বিজেপি করে। ওরা বাংলাকে কলুষিত করার জন্য অনেক কিছু করে। আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বিজেপি যদি কিছু পোস্ট করে সঙ্গে সঙ্গে তা যাচাই করে পালটা দিন।" সবমিলিয়ে এদিনের কনক্লেভে অভিষেক বুঝিয়ে দিলেন, বিজেপিকে হঠাতে মাঠ-ময়দানের মতোই সোশাল মিডিয়াতেও লড়াই করতে হবে বিজেপির সঙ্গে।
