সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদিনীপুর হাসপাতালে বিষাক্ত স্যালাইন কাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলতায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার বিষয়টি দেখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"
এদিন সকালে ফলতা গিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখানেই তিনি এই বিষয়ে মুখ খোলেন। দিন কয়েক আগে মেদিনীপুর জেলা হাসপাতালে মারা যান মামণি রুইদাস নামে এক প্রসূতি। আরও চারজন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, সরকারি হাসপাতালে বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছে তাঁদের।
দিন কয়েক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই ঘটনার কিছু সময় পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। জেলা হাসপাতালেই মারা যান মামণি রুইদাস নামে একজন। তারপর থেকেই শুরু হয় জোর চর্চা। বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছে তাঁদের। সেই মারাত্মক অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যেই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার আপাতত নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, গোটা ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডিকে।
মেদিনীপুর হাসপাতালের স্যালাইন কাণ্ডে এবার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি প্রমাণ হলে শান্তি হবেই।"
গতকাল মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন সিআইডির একটি দল। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলেন। অসুস্থ তিন প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।