সপ্তাহের প্রথম দিন ভোরবেলায় দুর্ঘটনা কলকাতার (Kolkata Accident) অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি সজোরে গিয়ে ধাক্কা দিল রাস্তার পাশের রেলিংয়ে। তার বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। দুমড়েমুচড়ে গিয়েছে লরিটিও। চালক ভিতরে আটকে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে বলে খবর। এসএসকেণ হাসপাতালে ভর্তি আহত চালক। এই দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আম্বেদকরের মূর্তিটি। এর জেরে সকালের দিকে রেড রোডে (Red Road) যান চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটাল, তার তদন্ত শুরু হয়েছে।
সোমবার দিনের আলো সবে ফুটেছে। শীতের শহর তখনও কুয়াশার চাদরে ঢাকা। রেড রোড ধরে বেশ গতিবেগ নিয়েই ছুটে আসছিল মালবোঝাই একটি লরি। উলটোদিক থেকে আসছিল একটি বাস। উভয়ের মুখোমুখি পড়ে যাওয়ায় লরিচালক বেগ নিয়ন্ত্রণ করতে গেলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই লরিটি সজোরে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে আরও খানিকটা এগিয়ে যায়। কাছেই ছিল সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মূর্তিটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আরেকটু এগিয়ে গেলে লরিটি সোজা ধাক্কা দিত আম্বেদকরের মূর্তিতে। অল্পের জন্য তা বেঁচে গিয়েছে।
ময়দান থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে রেড রোডে পৌঁছয়। ডাকা হয় দমকল বাহিনীকেও। লরির ভিতরে আটকে পড়া চালককে উদ্ধারের জন্য জানলা কাটতে হয়। চালকের শরীরে একাধিক ক্ষত রয়েছে। তাঁকে তড়িঘড়ি এসএসকএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তিনি সংকটমুক্ত বলে জানান চিকিৎসকরা। ভোরবেলা এই দুর্ঘটনার জেরে রেড রোডে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে। তারপর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল।
