shono
Advertisement
Calcutta High Court

নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, এবার দায়িত্বে কে?

বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 01:35 PM Jan 12, 2026Updated: 01:56 PM Jan 12, 2026

নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। দীর্ঘদিন ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের নাম সুপারিশ করা হয়।

Advertisement

কলকাতা হাই কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি সুজয় পাল।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অবসরগ্রহণ করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। তারপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন। পরবর্তীতে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে সৌমেন সেনের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার তিনি মেঘালয় চলে যান। এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন তিনি।

প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের (Sujoy Paul) বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বদলি করা হয়েছিল তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement