shono
Advertisement
CPM

পার্টির মুখপত্রে মোদি সরকারের বিজ্ঞাপন, ফের প্রকাশ্যে সিপিএমের দ্বিচারিতা!

'সিপিএমের নতুন আইডিয়া', সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের।
Published By: Sucheta SenguptaPosted: 02:11 PM Jun 07, 2025Updated: 02:17 PM Jun 07, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কেন্দ্রের বিজেপি সরকারকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ করছেন সিপিএম নেতারা। মোদি সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' স্লোগান নিয়েও সমালোচনা করে বিজেপি আসার পর দেশজুড়ে মহিলাদের উপর হিংসা নির্যাতন বেড়েছে বলে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর সেদিনই সিপিএমের মুখপত্র 'গণশক্তি'তে প্রথম পাতায় কেন্দ্রীয় সরকারের ১১ বছরের সাফল্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে বিজ্ঞাপন। যা নিয়ে পার্টির মধ্যেও বিতর্ক। ফলে সিপিএমের দ্বিচারিতা ফের প্রকাশ্যে।

Advertisement

রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বিজেপির প্রকল্প নিয়ে সমালোচনা করলেও শুক্রবার সিপিএমের দলীয় মুখপত্রের প্রথম পাতার একেবারে শীর্ষে বিজেপির দেওয়া কেন্দ্রের মোদি সরকারের ১১ বছরের সাফল্যের বিজ্ঞাপন ছাপা হল কীভাবে? সেই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে। লেখা রয়েছে - 'নতুন আইডিয়া'। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও সোশাল মিডিয়ায় 'গণশক্তি'র প্রথম পাতায় বিজেপি সরকারের এই বিজ্ঞাপনের ছবিটি দিয়ে ক্যাপশনে 'সিপিএমের নতুন আইডিয়া' বলে মন্তব্য করে কটাক্ষ করেছেন।

গণশক্তিতে মোদি সরকারের বিজ্ঞাপন নিয়ে খোঁচা কুণাল ঘোষের।

পার্টির মধ্যেই নেতৃত্বের একাংশের প্রশ্ন, ''যে বিজেপি সরকারের আমরা সমালোচনা করছি, অথচ দলীয় মুখপত্রের প্রথম পাতায় মোদির ছবি দেওয়া কেন্দ্রীয় সরকারের সাফল্যের প্রচার করা বিজ্ঞাপন কী করে আমরা ছাপছি?" যে বিজেপিকে দেশের প্রধান শত্রু বলছে সিপিএম, সেই বিজেপি সরকারের কিন্তু পরবর্তী ক্ষেত্রে জোটধর্ম বজায় রাখতে কংগ্রেসের চাপের কাছে নতি স্বীকার করে কালীগঞ্জে 'হাত' প্রতীককেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। আর বাম শরিকরাও সিপিএমের সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে।

শুক্রবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম আবার যুক্তি বদল করে বলেছেন, ''কংগ্রেস প্রার্থী থাকলেও জুতসই লড়াই হবে। বাম শরিকরা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছে আগে জোটের ফলাফলের কথা ভেবেই।'' প্রসঙ্গত, জোট জটিলতা কাটিয়ে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে বামফ্রন্ট। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে অভিজ্ঞ রাজনীতিক কাবিলউদ্দিন শেখ কালীগঞ্জে লড়ছেন। বামফ্রন্টের বৈঠকে লিখিত শর্ত দিয়ে উপনির্বাচনে কালিগঞ্জের আসন কংগ্রেসকে ছাড়ল আরএসপি। আরএসপির তরফে সিপিএমকে লিখিত শর্ত দেওয়া হয়েছে যে, উপনির্বাচন বলেই তারা কালীগঞ্জের আসনটি ছেড়ে দিচ্ছে কংগ্রেসকে। কিন্তু ২০২৬-এর নির্বাচনে কালীগঞ্জের আসন কংগ্রেসকে ছাড়া হবে না। সেখানে আরএসপির প্রার্থী লড়বে। কাজেই 'হাত'-এর উপর ভরসা করে ভোটে লড়াই করতে চায় সিপিএমই।

সূত্রের খবর, কালীগঞ্জের আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার জন্য সিপিএমের যুক্তি ও দাবিকেই শেষমেশ বাম শরিকদের সমর্থন করতে হয়েছে। অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সেলিম বলেন, "সারা দেশে নিজের প্রচার করছেন। ভোট প্রচার করছেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম সেখানে গেলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা বিদেশে গিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিন্তু সরকার তার দায়িত্ব পালন করেনি। কাশ্মীর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকতেও রাজি হয়নি সরকার।'' আগামী ১০ ও ১১ জন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে প্রতিনিধিদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিপিএমের মুখপত্র 'গণশক্তি'তে মোদি সরকারের বিজ্ঞাপন।
  • দ্বিচারিতা প্রকাশ্যে এনে সোশাল মিডিয়ায় পোস্ট, তীব্র কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
Advertisement