shono
Advertisement
Kolkata

জোড়া দুর্ঘটনা মহানগরে, বাইপাসে মৃত্যু বাইক আরোহীর! রেড রোডে গাছে ধাক্কা গাড়ির

পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 10:11 AM Dec 10, 2025Updated: 10:11 AM Dec 10, 2025

নিরুফা খাতুন: শীতের রাত ও সকালে খাস কলকাতায় জোড়া দুর্ঘটনা। গভীর রাতে ইএম বাইপাসের সার্ভে পার্ক এলাকায় দুর্ঘটনায় মারা গেলেন এক বাইক আরোহী। অন্যদিকে ভিক্টোরিয়ার কাছে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা দু'জন ও এক পথচারী জখম হয়েছেন বলে খবর। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে। এক বাইক আরোহী ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাইকের গতি যথেষ্ট বেশি ছিল বলে খবর। সিংহীবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে বাইকটি ধাক্কা মারে। পরে বাইকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় রাস্তাতেই ছিটকে পড়েন আরোহী। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম অলোকেশ হালদার। পুলিশ ও স্থানীয়দের মতে, রাতে বেশি গতিতে বাইকটি চালানো হচ্ছিল। তার উপর ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। ফলে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। সেজন্যই মৃত্যু হল।

অন্যদিকে, বুধবার সকালে রেড রোডে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি বেপরোয়া গাড়ি সজোরে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। একটি গাছেও ধাক্কা মারে গাড়িটি। গতি এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে ছিলেন দু'জন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে বলে খবর। দু'জনকেই জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক সাফাই কর্মী মহিলাও। তাঁর নাম রশিদা বেগম, বাড়ি রায়চকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাছ ও বাতিস্তম্ভ ভেঙে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের রাত ও সকালে খাস কলকাতায় জোড়া দুর্ঘটনা।
  • গভীর রাতে ইএম বাইপাসের সার্ভে পার্ক এলাকায় দুর্ঘটনায় মারা গেলেন এক বাইক আরোহী।
  • অন্যদিকে ভিক্টোরিয়ার কাছে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
Advertisement