সুদীপ রায়চৌধুরী: ভোটার তালিকায় থাকা 'ভূত' খুঁজতে এবার জনতার দুয়ারে বিশেষ পর্যবেক্ষক। ইতিমধ্যে বাংলার এসআইআর কাজে একাধিক আধিকারিককে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। আসছে আরও পাঁচ বিশেষ পর্যবেক্ষক। যা খবর, এসআইআর সংক্রান্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বাংলাতেই থাকবেন। কমিশনের আঁটসাঁট ব্যবস্থার মধ্যেও তালিকায় 'ভূত' থেকে যাচ্ছে? আর তা নিশ্চিত হতেই আজ মঙ্গলবার তপসিয়ায় একাধিক ভোটারের বাড়ি ঘুরলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। লক্ষ্য একটাই, এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা।
ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম-সহ তথ্য যাচাইয়ের কাজ করেছেন বিএলওরা। জানা গিয়েছে, এদিন বিএলওদের সঙ্গে নিয়েই তপসিয়ায় ভোটারদের বাড়ি যান বিশেষ পর্যবেক্ষক মরুগান। এনুমারেশনে দেওয়া তথ্য নিজে হাতে খতিয়ে দেখেন। শুধু তাই নয়, ভোটারদের বিষয়েও যাবতীয় তথ্যও খতিয়ে দেখেন। অন্যদিকে এদিন যৌনকর্মীদের সুবিধার্থে সোনাগাছিতে বিশেষ ক্যাম্প চালু করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে সোনাগাছির বাসিন্দারা। ঘরছাড়া মহিলারা কোথায় পাবেন পূর্বপুরুষের পরিচয়পত্র এপিক নম্বর? গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। তাতে সাড়া দেয় কমিশন। সেখানকার বাসিন্দাদের কথা মাথায় রেখে বিশেষ ক্যাম্প চালু করার কথা জানানো হয়।
ফাইল ছবি
আজ মঙ্গলবার সেই ক্যাম্প চালু হল। প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে সেই ক্যাম্পে হাজির হন সিইও মনোজ আগরওয়াল। সেখানকার মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে পাশে থাকার কথা বলেন তিনি। এমনকী কারোর নাম যাতে বাদ না পড়ে, সেই আশ্বাসও দেন সিইও মনোজ আগরওয়াল। অন্যদিকে আগামিদিনে অরফান হাউস অর্থাৎ অনাথ আশ্রমগুলিতেও এসআইআর সংক্রান্ত স্পেশাল ক্যাম্প করা হবে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।
