shono
Advertisement
Illegal Construction

বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না, কড়া নির্দেশ হাই কোর্টের

জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া হাই কোর্ট
Published By: Kousik SinhaPosted: 02:00 PM Dec 09, 2025Updated: 04:27 PM Dec 09, 2025

গোবিন্দ রায়:  নতুন কোনও বেআইনি নির্মাণের (Illegal Construction) ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া কলকাতা হাই কোর্ট (Calcutta Hight Court)। সম্প্রতি পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের বিরোধিতা করে মামলা দায়ের হয় হাই কোর্টে। সেই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। এমনকী ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ কর্তৃপক্ষ করতে পারবে বলেও নির্দেশ আদালতের।

Advertisement

সম্প্রতি পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের (Illegal Construction) বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি সিনহা। একইসঙ্গে বিচারপতির আরও নির্দেশ, জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং সংবাদপত্রে প্রকাশ করতে হবে। পাশাপাশি জলাভূমি এলাকায় যে সব জমিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত জমির দাগ এবং নম্বরগুলি পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের ওয়েবসাইটে দিতে হবে বলেও জানিয়েছে হাই কোর্ট। শুধু তাই নয়, এই সংক্রান্ত তথ্য ইংরেজি ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে বলেও নির্দেশ।

এই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা বিস্তারিত জানাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার ফের শুনানি। সেদিনই এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের বিরোধিতা করে মামলা দায়ের হয় হাই কোর্টে।
  • জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া আদালত।
  • নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না।
Advertisement