shono
Advertisement
Bengal BJP

রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও, 'ব্রাত্য' শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তভ-সজল-শঙ্কুরা

বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হল। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা।
Published By: Subhankar PatraPosted: 09:02 AM Jan 15, 2026Updated: 01:28 PM Jan 15, 2026

বঙ্গ বিজেপির (Bengal BJP) ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হল। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা। বুধবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে জেলা ইনচার্জদের তালিকায় মূলত প্রাধান্য পেয়েছে দলের পুরনো মুখেরা।

Advertisement

আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া ও কোচবিহারের প্রাত্তন সাংসদ নিশীথ প্রামাণিককে যথাক্রমে কোচবিহার ও শিলিগুড়ির দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতা তাপস রায়কে দক্ষিণ কলকাতার ইনচার্জ করা হয়েছে। রাজ্যের সহ-সভাপতি প্রবাল রাহা বারাকপুরের ইনচার্জ হয়েছেন। রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন।

বর্ষীয়ান নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শীলভদ্র দত্তকে যাদবপুর সাংগঠনিক জেলার ইনচার্জ করা হয়েছে। ডায়মন্ড হারবারের ইনচার্জ প্রসেনজিৎ ভৌমিক, উত্তর কলকাতার দায়িত্বে তাপস মিত্রকে দেওয়া হয়েছে। কলকাতা উত্তর শহরতলি জেলার ইনচার্জ হয়েছেন রাজ্য সহ-সভাপতি সঞ্জয় সিং। বনগাঁর দায়িত্বে রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায়। তমলুক জেলার ইনচার্জ করা হয়েছে অনুপম মল্লিককে। কাঁথির দায়িত্বে গৌরিশংকর অধিকারী। পুরনো মুখ তনুজা চক্রবর্তী ও ভাস্কর ভট্টাচার্য যথাক্রমে শ্রীরামপুর ও হুগলির দায়িত্ব পেয়েছেন। বীরভূমের ইনচার্জ হয়েছেন দলের পুরনো নেতা সন্দীপ নন্দী। রাজ্য ও জেলা কমিটির মধ্যে সমন্বয় রক্ষা করবেন এই জেলা ইনচার্জরা। এঁদের অধিকাংশই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির (BJP) একাংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement