shono
Advertisement
Amit Shah

কলকাতায় শাহ, ছাব্বিশের রোডম্যাপ গড়তে রাতেই বিজেপি দপ্তরে সাংগঠনিক বৈঠক

বঙ্গ বিধানসভা ভোটের আগে শহরে শাহ।
Published By: Kousik SinhaPosted: 08:32 PM Dec 29, 2025Updated: 11:41 PM Dec 29, 2025

রূপায়ন গঙ্গোপাধ্যায়:বঙ্গ বিধানসভা নির্বাচনের আর কয়েকটা মাস! তার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি। অমিত শাহকে স্বাগত জানাতে বিকেলের পর থেকেই বিমানবন্দরে বিজেপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়ি থেকে নেমে পড়েন শাহ। হাত নাড়তে নাড়তে এগিয়ে যান বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের দিকে। পরে সেখান থেকে সোজা পৌঁছে যান সল্টলেকে বিজেপির দপ্তরে। জানা যাচ্ছে, রাতেই সেখানে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন শাহ। অন্যদিকে শহরে পৌঁছেই সমাজমাধ্যমে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত।'

Advertisement

বর্ষশেষের মুখে ভোটমুখী বাংলায় অমিত শাহর এই সফরসূচি নিয়ে ইতিমধ্যে নানাবিধ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। চর্চার মূল অভিমুখ, বিধানসভা ভোট রণাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর সবার। 

সূত্রের খবর, নির্বাচনী কৌশল সংক্রান্ত পরামর্শ ছাড়াও প্রচারের অভিমুখ কী হবে, তার প্রাথমিক দিকনির্দেশ শাহ এই তিনদিনের সফরে দিয়ে যাবেন। এর মধ্যে এদিন রাতের শাহের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

জানা গিয়েছে, সোমবারের বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় একাধিক বৈঠক সারবেন শাহ। প্রথমে সাংবাদিক সম্মেলন, মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন শীর্ষনেতার সঙ্গে বৈঠক করার কথা। বিকেলে মানিকতলার কেশব ভবনে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করার সূচি আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

অন্যদিকে বুধবার কলকাতায় ইসকন মন্দির দর্শন করার কথা থাকলেও তা হচ্ছে না। বদলে ঠনঠনিয়া কালী বাড়ি যাবেন শাহ। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মধ্যাহ্নভোজন করবেন শাহ। তারপর ২.১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটি পৌঁছে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন, জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বদের নিয়ে সভা করবেন শাহ। ওখান থেকেই সন্ধ্যার পর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • তিনদিনের সফরে সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি।
Advertisement