রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান কতটা জমজমাট হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই অবশ্য বিতর্ক তৈরি হল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, ‘বিদ্রোহী’ অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে। পোস্টে তাঁর অভিযোগ, এই অনুষ্ঠানের ভিআইপি (VIP) পাস বিক্রি হচ্ছে হাজার টাকায়! তাহলে কীভাবে ‘চোর মুক্ত বিজেপি চাই’ দাবি উঠবে? এই প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার অনুপম হাজরার (Anupam Hazra) এই পোস্টে বীরভূমের নলহাটির ঘটনার কথা উল্লেখ রয়েছে।
জনৈক অনিল সিং নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন অনুপম হাজরা। যেখানে উল্লেখ রয়েছে, রবিবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট টিকিট, ভিআইপি পাস দেওয়া হয়েছে। কিন্তু কোথাও ১০০০ টাকার বিনিময়ে ভিআইপি পাস পাওয়া যাচ্ছে, এমনটা বলা হয়নি। যা ঘটেছে বীরভূমের (Birbhum) নলহাটিতে। সেখানে পাসের বিনিময়ে টাকা নেওয়া হয়েছে বলে নজরে এসেছে দলের একাংশের। আর তাতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে।
[আরও পড়ুন: ‘মোদির উত্তরসূরি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী’, কার কথা বললেন প্রশান্ত কিশোর?]
এই পোস্ট শেয়ার করে অনুপম লেখেন, ‘‘এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার!!! শেষ পর্যন্ত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’- এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন!!!???হায় রে – এরা আদৌ হিন্দু!!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও পরিবর্তন হবে না, উলটে মেয়াদকাল আরও বাড়তে পারে!!! আর কতদিন যে ‘চোর মুক্ত বিজেপি চাই’ বলে গলা ফাটাতে হবে কে জানে!!!????’’
[আরও পড়ুন: গরু ভগবানের মতো! গোহত্যা হলে ক্ষমা করবেন না ঈশ্বর, বলল গুজরাট হাই কোর্ট]
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে একাধিকবার দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। দলের সঙ্গে দ্বন্দ্ব বাড়ার হাজারও ইঙ্গিত মিলেছে। এবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে দুর্নীতি অভিযোগে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। বিতর্কের অবকাশও তৈরি করলেন।