shono
Advertisement
Kolkata Metro

বড়দিনের বড় উপহার মেট্রোর! ব্লু ও গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত পাবেন পরিষেবা

কোন লাইনে শেষ মেট্রো কখন চলবে, জেনে নিন সময়সূচি।
Published By: Sucheta SenguptaPosted: 09:54 PM Dec 22, 2025Updated: 10:00 PM Dec 22, 2025

নব্যেন্দু হাজরা: বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, কালীঘাটমুখী জনতা। আলোয় সাজানো শহরের বিভিন্ন গির্জা দেখতে যান অনেকে। কেউ কেউ আবার স্রেফ বড়দিনে তিলোত্তমার পথে হাঁটতে বেশি পছন্দ করেন। এই দিনটিতে উৎসবমুখী জনতার ঢল নামে রাস্তায়। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা। একনজরে দেখে নিন সময়সূচি - 

ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রোর দিনক্ষণে বিশেষ কোনও বদল নেই। ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬.৫৪-র বদলে বড়দিনে পাওয়া যাবে ৬.৫০এ। দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অনেকটাই বদল রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।

গ্রিন লাইনে আপ ও ডাউন মেট্রোর সময়সূচিতে তেমন বদল নেই। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। উলটোদিকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫এ। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে পাওয়া যাবে রাত ৯টা ৫৫মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০টা ২০ মিনিটে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনে বড় উপহার কলকাতার মেট্রোর!
  • ২৫ ডিসেম্বর বেশি রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
  • বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি ঘোষণা কর্তৃপক্ষের।
Advertisement