shono
Advertisement

রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

১৬ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত।
Posted: 09:42 AM Oct 06, 2021Updated: 12:23 PM Oct 06, 2021

গোবিন্দ রায়: এবার সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগরের বিধাননগর বিশেষ আদালত (সাংসদ ও বিধায়কদের)। আগামী ১৬ নভেম্বর আত্মসমপর্ণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে এবিষয়ে এখনও মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

কোন মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা? বামফ্রন্টের (CPM) শাসনকালে এক গাড়ির চালক বর্তমান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। সেই মামলাতেই এবার মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

[আরও পড়ুন: ফের বাম-কংগ্রেস সমঝোতার জল্পনা! উপনির্বাচনে জোট নিয়ে কথা বিমান-অধীরের]

কিছুদিন আগে নারদ কাণ্ডে (Narada Case) নাম জড়িয়েছিল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। কয়েকমাস আগে আচমকা সুব্রত মুখোপাধ্যায়-সহ রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক-সহ মোট চার হেভিওয়েটের বাড়িতে হাজির হন আধিকারিকরা। আটক করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। পরে বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দেয় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোজা চলে যান নিজাম প্যালেসে। দীর্ঘ ছ’ঘণ্টা সেখানে ছিলেন তিনি।  

[আরও পড়ুন: রাজ্য সরকারের আরজি মানলেন রাজ্যপাল, বিধায়ক পদে মমতার শপথগ্রহণ হবে বিধানসভাতেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement