ক্ষীরোদ ভট্টাচার্য: রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রবিবার সন্ধেবেলা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী এমনই জানা গিয়েছে। আগের চেয়ে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তেমনই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে কেবিনে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। রবিবার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান ইডির (ED) তদন্তকারী অফিসার। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার মন্ত্রীর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শুক্রবার সকালে জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) শারীরিক পরীক্ষানিরীক্ষার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁকে ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তা শুনেই জ্ঞান হারিয়ে এজলাসে পড়ে যান মন্ত্রী। আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেন। ডায়বেটিস-সহ একাধিক অসুস্থতায় এই হাসপাতালেই বরাবর চিকিৎসা করান বনমন্ত্রী। শুক্রবার সন্ধেবেলা সেখানে ভর্তি হওয়ার পর তাঁর তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়। একাধিক শারীরিক পরীক্ষা হয়, প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
[আরও পড়ুন: তিস্তায় মাছের মড়ক! জলদূষণই কারণ? কারণ খুঁজতে দল পাঠাচ্ছে মৎস্য দপ্তর]
শনিবার থেকে অবস্থা ধীরে ধীরে জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল হতে থাকেন। তাঁর মস্তিষ্ক ও সার্ভাইক্যাল স্পাইনে এমআরআই (MRI) করা হয়। রবিবার সেই রিপোর্টে দেখা যায়, সার্ভাইক্যাল স্পাইনে সামান্য সমস্যা রয়েছে। তবে অন্যান্য প্যারামিটার স্বাভাবিক। শরীরের বাঁ দিক কিছুটা দুর্বল। সূত্রের খবর, সোমবার দুপুর তিনটে নাগাদ মন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আলোচনায় বসতে পারেন চিকিৎসকরা। শিগগিরই তাঁকে ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। এদিন মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান ইডির তদন্তকারী আধিকারিক। তাঁর সঙ্গে মন্ত্রীর বেশ কিছুক্ষণ কথাও হয়েছে বলে খবর।