shono
Advertisement
Kolkata

ফের মুঙ্গের যোগ? কলকাতা ও বহরমপুরে তল্লাশি চালিয়ে গোলাবারুদ উদ্ধার

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 12:32 PM May 21, 2025Updated: 12:32 PM May 21, 2025

অর্ণব আইচ ও কল্যাণ চন্দ্র: কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ৩ যুবক। উদ্ধার হয়েছে সেভেন এমএম পিস্তল, দেশি বন্দুক ও কার্তুজ। এই অস্ত্রের সঙ্গে কি মুঙ্গের যোগ আছে? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধৃত তিনজনকে জেরা চলছে বলে খবর। অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে এজেসি বোস রোডের উপর এক যুবককে দেখে সন্দেহ হয়। ওই যুবককে পাকড়াও করে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে সেভেন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি। এরপরই সাদ্দাম হুসেন নামে ওই যুবককে গ্রেপ্তার করে হেস্টিংস থানার পুলিশ। অন্যদিকে, আনন্দপুর থানা এলাকাতেও অস্ত্র-সহ গ্রেপ্তার হয় দুই যুবক। প্রায় রাত একটা নাগাদ তপসিয়া রোড এলাকায় মহম্মদ ফায়েম ও মহম্মদ ফিয়াজ নামে দুই যুবককে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। কথায় অসঙ্গতি হওয়ায় তাদের তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে একটি দেশি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড গুলি। ওই অস্ত্র কি পাচারের জন্য নিয়ে যাওয়া হছিল? দুটি ক্ষেত্রেই কি অস্ত্র মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে কলকাতায় শিয়ালদহ স্টেশন-সহ একাধিক জায়গায় অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছে। বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র কলকাতায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল।

অন্যদিকে, বহরমপুর থেকে বিপুল পরিমাণে উদ্ধার হল অস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকালে অস্ত্র পাচারের খবর গোপন সূত্রে খবর এসেছিল। এরপরই বহরমপুর থানার পুলিশ নওদা পানুর এলাকার রেলগেট এলাকায় তল্লাশি অভিযানে নামে। এক ব্যক্তিকে বাইক নিয়ে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। বাইক আটকে শুরু হয় তল্লাশি। বেরিয়ে পড়ে ৭ টি সেভেন এমএম পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি। ধৃত যুবকের নাম হাবুল শেখ, বাড়ি বহরমপুরের নওদায়। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, মুঙ্গের থেকে ওই অস্ত্র কিনে মুর্শিদাবাদের জলঙ্গি যাওয়ার কথা ছিল তার। এক একটি পিস্তল ৩৫-৩৬ হাজার টাকায় বিক্রি করা হত বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ খান। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ৩ যুবক।
  • উদ্ধার হয়েছে সেভেন এমএম পিস্তল, দেশি বন্দুক ও কার্তুজ।
  • মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।
Advertisement