shono
Advertisement
Kolkata Metro

মেট্রোর লক্ষ্মণরেখা পেরোলেন ক'জন? কর্তৃপক্ষেরই অজানা!

যাত্রীদের বক্তব্য, নিয়ম করলেই মেট্রোয় ঝাঁপ রোখা যাবে না। প্রয়োজন আরও বেশি পরিকল্পনার।
Published By: Arpan DasPosted: 12:02 PM Jun 15, 2025Updated: 12:02 PM Jun 15, 2025

স্টাফ রিপোর্টার: চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ রুখতে প্ল্যাটফর্মের হলুদ লাইনের লক্ষ্মণরেখা টেনেছে মেট্রো। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মেট্রো আসার আগে ওই লাইন অতিক্রম করলে ২৫০ টাকা জরিমানা আদায় করা হবে। গত ১ জুন থেকে এই নিয়ম লাগু হয়। আজ রবিবার ১৫ দিন পূর্ণ হচ্ছে। এই ক'দিনে কতজনের এই ২৫০ টাকা গচ্চা গেল? মেট্রোর তরফে জানানো হচ্ছে, অনেকেই এই লাইন পার করেছেন। জরিমানাও আদায় হচ্ছে। কিন্তু সব স্টেশন মিলিয়ে কতজন তা দিয়েছেন, তা হিসেব হয়নি।

Advertisement

যাত্রীরা অবশ্য বলছেন, হলুদ লাইন সংক্রান্ত প্রচার মেট্রো চালালেও হুঁশিয়ারিতেও পাতালপথের চেহারাটা খুব একটা বদলায়নি। যাত্রীরা হলুদ লাইন অতিক্রম করেই দাঁড়াচ্ছেন। বিশেষত অফিস টাইমে। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, এই নিয়ম বলবৎ করতে গেলে প্রতি স্টেশনে আপ এবং ডাউন উভয় প্ল্যাটফর্মের দুই প্রান্তে নজরদারির প্রয়োজন। কিন্তু তা আর হচ্ছে কোথায়! বেশিরভাগ সময়ই আরপিএফের দেখা মেলে না। থাকলেও তিনি চেয়ারে বসে মোবাইলে ব্যস্ত থাকেন। নয়া নিয়মের মাঝেই গত ৪ জুনই মাস্টারদা সূর্য সেন স্টেশনে ঘটে এক মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনা। যাত্রীদের বক্তব্য, শুধু নিয়ম করলেই তো আর মেট্রোয় ঝাঁপ রোখা যাবে না। প্রয়োজন আরও বেশি পরিকল্পনার। মেট্রো কর্তারা জানাচ্ছেন, প্রচার যেমন চলছে। তেমনই চলছে নজরদারিও।

কর্তৃপক্ষ জানাচ্ছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, মেট্রোয় আগে উঠবেন বলে প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার আগেই যাত্রীরা ওই লাইন অতিক্রম করে দাঁড়িয়ে থাকছেন। এতে মাঝেমধ্যেই বিপদ হয়। হুড়োহুড়িতে পা ফস্কে লাইনে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। অনেক সতর্কবাণীতেও লাভ হয়নি। কেউ কথা শোনেনি। তাই দুর্ঘটনা এড়াতে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তাতেও যেন ফসকা গেরো। উল্লেখ্য, প্রত্যেক প্ল্যাটফর্মের ধারে কিছুটা জায়গা ছেড়ে একটি হলুদ বর্ডার রয়েছে। যাত্রীরা যাতে সেই বর্ডার অতিক্রম না করেন, সেজন্যই মেট্রো নতুন নিয়ম এনেছে। লাইন পার করলেই ২৫০ টাকা জরিমানা গুনতে হবে যাত্রীদের। কিন্তু দিন পনেরো পেরোলেও কতজন এই লাইন পার করে জরিমানা গুনেছেন, তার সঠিক তথ্য মেট্রোর তরফে দেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ রুখতে প্ল্যাটফর্মের হলুদ লাইনের লক্ষ্মণরেখা টেনেছে মেট্রো।
  • বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মেট্রো আসার আগে ওই লাইন অতিক্রম করলে ২৫০ টাকা জরিমানা আদায় করা হবে।
  • গত ১ জুন থেকে এই নিয়ম লাগু হয়। আজ রবিবার ১৫ দিন পূর্ণ হচ্ছে।
Advertisement