সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিল সিএনজি! প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ অটোচালকদের। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে অবরুদ্ধ রুবির মোড়। ভোগান্তির শিকার অফিসযাত্রীরা।
বিক্ষোভকারীদের দাবি, ‘‘পেট্রল পাম্পে গ্যাস ভরানোর লম্বা লাইন থাকে। লাইনে দাঁড়িয়ে একে অনেকটা সময় নষ্ট হয়। তার উপর আবার পুলিশি জুলুম। অনেক সময় জরিমানাও দিতে হয়। তার ফলে আয়ের চেয়ে ব্যয়ই হচ্ছে বেশি।’’ তারই প্রতিবাদে সোমবার সকালে দক্ষিণ কলকাতার বিভিন্ন রুটের অটো রুবির মোড়ে জড়ো হয়। তার ফলে রুবি থেকে চিংড়িঘাটামুখী লেন অবরোধ করেন গাড়িচালকেরা। ফলে ওই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায়।
[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]
অবরোধের খবর পেয়ে কসবা এবং আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে অবরোধ হঠানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। তবে তাতেও অবরোধ প্রত্যাহারে নারাজ অটোচালকরা। তার ফলে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও গাড়ি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। দক্ষিণ কলকাতার সঙ্গে সল্টলেক সংযোগকারী রুবি মোড় অবরোধে সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।