shono
Advertisement
Baishakhi on Partha

'এতদিনে পুরুষ হতে পেরেছেন...', অর্পিতার সঙ্গে তুলনা টানায় পার্থকে তুলোধোনা বৈশাখীর

'শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছে, আর আপনি...', পার্থকে খোঁচা বৈশাখীর।
Published By: Subhajit MandalPosted: 11:02 AM Nov 13, 2025Updated: 06:57 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইট ছুঁড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পালটা পাটকেল ধেয়ে এল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তরফে। পার্থর উদ্দেশে বৈশাখীর কটাক্ষ, "শোভন বান্ধবীর জন্য দলের পদ ছেড়েছিল। আর আপনি!"

Advertisement

আসলে জেল থেকে বেরনোর পরই অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা খুল্লমখুল্লা স্বীকার করেছেন পার্থ। আর সেটা করতে গিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। পার্থ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছিলেন, “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।” নিন্দুকদের দাবি, পার্থর নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে পার্থ খোলাখুলিই শোভন-বৈশাখীকে নাম করে নিশানা করেছেন। পার্থ বলেন, "অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন।"

যেভাবে জেল থেকে ছাড়া পাওয়ার পর পার্থ নিশানা করেছেন তাঁদের, সেটা মোটেই ভালোভাবে নেননি বৈশাখী। এবার তিনি পালটা তোপ দাগলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এক সংবাদমাধ্যমকে বৈশাখী বললেন, "শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। পার্থক্য আছে।" বৈশাখীর কটাক্ষ, পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে এতদিনে যে পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সেজন্য তাঁর সাধুবাদ প্রাপ্য। প্রাক্তন অধ্যাপিকা বলছেন, 'এলআইসি ফর্মে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন।"

আসলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে গত সাড়ে তিনবছরে বিস্তর জলঘোলা হয়েছে। তাঁরা প্রেমিক-প্রেমিকা, কাকা-ভাইঝি না মামা-ভাগ্নি এ নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। ঘটনাচক্রে জেলে থাকাকালীন অর্পিতাকে বান্ধবী বা প্রেমিকা হিসাবে স্বীকারও করেননি পার্থ। তিনি দাবি করেছেন, অর্পিতাকে নাকি সেভাবে চেনেই না। আবার জেল থেকে বেরিয়েই সদর্পে তাঁকে নিজের বান্ধবী বলে পরিচয় দিচ্ছেন। সেটা নিয়েও কটাক্ষ করেছেন বৈশাখী। তিনি বলছেন, "হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন। এখন নেই বলে বান্ধবী।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যেভাবে জেল থেকে ছাড়া পাওয়ার পর পার্থ নিশানা করেছেন তাঁদের, সেটা মোটেই ভালোভাবে নেননি বৈশাখী।
  • এবার তিনি পালটা তোপ দাগলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
  • আসলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে গত সাড়ে তিনবছরে বিস্তর জলঘোলা হয়েছে।
Advertisement