shono
Advertisement
FIR

নথি চুরি করেছে ইডি! শেক্সপিয়র সরণি থানায় FIR প্রতীক জৈনের পরিবারের

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ৩টে পর্যন্ত প্রতীকের বাড়িতে ইডি তল্লাশি চালায়।
Published By: Sucheta SenguptaPosted: 04:04 PM Jan 08, 2026Updated: 06:53 PM Jan 08, 2026

অর্ণব আইচ: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি নিয়ে তুমুল উত্তেজনা। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। দুপুর ৩টে নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই তাঁর পরিবারের তরফে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। জৈন পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি।

Advertisement

বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে দিল্লি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে অন্যতম আইপ্যাকের কার্যালয় এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। সকাল ৬টা থেকে প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে কিছু ফাইল হাতে নিয়ে বেরন।

প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল হাতে বেরন মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি।

পরে সল্টলেক সেক্টর ফাইভের কার্যালয়ে ইডি গেলে সেখানেও যান মুখ্যমন্ত্রী। ইডির বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন, ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের আইটি সেলের অফিসে কেন্দ্রীয় তদন্তকারীদের হানা রাজনৈতিক উদ্দেশেই। দলের প্রার্থীতালিকা, নির্বাচনী রণকৌশল সব চুরির ছক ছিল ইডির। আর তিনি দলের সেসব নথিপত্র সঙ্গে নিয়ে এসেছেন। মমতা এও জানান, যতক্ষণ না প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি বেরবে, যতক্ষণ না প্রতীক সল্টলেকের অফিসে আসবেন, ততক্ষণ তিনিও ওই কার্যালয়ে থাকবেন।

এরপর দুপুর ৩টে নাগাদ লাউডন স্ট্রিটে জৈনদের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। প্রতীকও বেরিয়ে সল্টলেকের অফিসের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে, প্রতীকের পরিবারের তরফে স্ত্রী শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআরে অভিযোগ, ইডি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে নথি, তথ্য চুরি করেছেন।সন্ধ্যা নাগাদ পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে শেক্সপিয়র থানায়। অভিযোগ, পুলিশকে না জানিয়ে অভিযান এবং পুলিশ সেখানে গেলে বাধা দেওয়া হয় ইডির তরফে।অন্যদিকে, আইপ্যাকের দপ্তরে ইডির হানা এবং তথ্য হাতানোর অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে এফআইআর প্রতীক জৈনের পরিবারের।
  • শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ প্রতীকের স্ত্রীর।
  • পুলিশকে না জানিয়ে অভিযানের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশেরও।
Advertisement