বাংলার কৃষকরা ‘বঞ্চিত’, কৃষক দিবসে টুইটে ফের মুখ্যমন্ত্রীকে জোরাল আক্রমণ রাজ্যপালের

05:33 PM Dec 23, 2020 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএম কিষাণ যোজনা বাংলা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ। তার ফলে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে বারবার সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কৃষক দিবসে আরও একবার সেই ইস্যুতেই বাংলার সরকারকে তোপ দাগলেন তিনি। 

Advertisement

রাজ্যপাল টুইটে লেখেন,  “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলব পিএম কিষাণ যোজনার সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত করে কার্যত অন্যায় করছেন তিনি। এক একজন কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে। ৮ হাজার ৪০০ কোটি টাকা মোট ক্ষতি হয়েছে তাঁদের।”

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘জল্পনায় কান দিই না’, বিধানসভায় হাজির হয়ে দলবদলের সম্ভাবনা ওড়ালেন রাজীব]

রাজ্যের কৃষকদের (Farmers) নিয়ে বাংলার সরকার রাজনীতি করছেন বলেও টুইটে অভিযোগ করেন তিনি। তার ফলে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংসের মুখে পৌঁছনোর আশঙ্কাও করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও প্রশাসনিক আবার কখনও অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আদৌ রাজ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফরের পরই সাংবাদিক বৈঠক করে সোনার বাংলা গড়ার ডাকও দিয়েছেন তিনি। সেদিনের সাংবাদিক বৈঠকে পিএম কিষাণ যোজনা নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল। কৃষক দিবসে এই টুইটে আরও একবার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে আঘাত হানল, তা বলাই যায়।   

[আরও পড়ুন: ‘কং-বাম দল ভাঙিয়ে বিজেপির জমি শক্ত করেছেন মমতা’, বিস্ফোরক অধীর]

Advertisement
Next