সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত সাতবার রাজ্যে আন্তর্জাতিক স্তরের বাণিজ্য সম্মেলন হয়েছে। দেশ-বিদেশের বহু শিল্পপতি সেখানে যোগ দিয়ে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা করেছেন। কিন্তু কাজ হয়েছে কতটা? কত লগ্নি এসেছে বঙ্গে? কর্মসংস্থানেরই বা কী সুরাহা হয়েছে? অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝেই 'নিন্দুক'দের প্রতি প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি ভাষণে তিনি হিসেব প্রকাশ্যে আনলেন। এবার কোন শিল্পপতির ঝুলিতে বাংলার জন্য কী আছে, তাও জানালেন।
বুধবার দুপুরে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয়েছে আন্তর্জাতিক শিল্প উৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এবারেও এসেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। এসেছেন সজ্জন জিন্দালও। মঞ্চে হাজির সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, হর্ষ নেওটিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়রা সকলেই। বাংলার বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করে সকলে লগ্নিতে আগ্রহ দেখিয়েছেন। মমতা 'দিদি'কে প্রশংসায় ভরিয়ে মুকেশ আম্বানি রাজ্যে দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেছেন। তাঁদের সকলকে পালটা ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রীও।
বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী, একপাশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, আরেকপাশে মুকেশ আম্বানি। ছবি: সোশাল মিডিয়া।
বুধবার সন্ধ্যায় সম্মেলনের প্রথম দিনের সারসংক্ষেপ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অনেকে প্রশ্ন তোলেন, গত সাতবারের সম্মেলন থেকে কী কী কাজ হয়েছে? আমি তো আজ হিসেব দিয়ে দিলাম। মোট ১৯ লক্ষ কোটি টাকার একটু বেশি লগ্নি এসেছিল বঙ্গে। তার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি ৬ লক্ষ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে। এই বাণিজ্য সম্মেলনের সুফল পেয়েছি আমরা। এছাড়া আজ তো মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সৌরভরা বলল কীভাবে এখানে শিল্পের প্রসারে ভালোভাবে কাজ চলছে।''
এরপর তিনি আরও জানান, ''মুকেশজি জানিয়েছেন, কলকাতা থেকেই ওরা Jio-র পরিষেবা দেবে গোটা বিশ্বে। গেটওয়ে হবে কলকাতা। এটা খুবই ভালো। সজ্জন জিন্দালজি জানিয়েছেন, ওঁরা শালবনিতে ওদের যেখানে কারখানা আছে, সেখানে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বিদ্যুতের জন্য। এছাড়া অন্ডাল বিমানবন্দরটা ওরা নিজেরা নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন। সৌরভও একটা কাজ করতে আগ্রহী। তবে তা নিয়ে আইনি জটিলতা থাকায় ও প্রকাশ্যে কিছু বলেনি।''
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতা-ইউরোপ উড়ান পরিষেবা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন তাঁকে এ বিষয়ে নিরাশ করেননি বলে জানান। এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ ও জার্মানি প্রতিনিধিদের কাছে লুফথ্হানসা এয়ারলাইন্সের সাহায্যে কলকাতা থেকে ইউরোপ পর্যন্ত বিমান পরিষেবা চালুর আবেদন জানান। সকলেই এবিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।