shono
Advertisement

Breaking News

হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও সন্ধেয় মাইক ব্যবহারে ‘না’, কাঁথিতে শুভেন্দুর সভা নিয়ে ফের আদালতে BJP

আগামিকাল শুনানির সম্ভাবনা।
Posted: 02:24 PM Dec 19, 2022Updated: 03:36 PM Dec 19, 2022

গোবিন্দ রায়: ফের আইনি জটে শুভেন্দুর সভা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ থাকা সত্ত্বেও সন্ধে ৭ টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি না মেলায় আদালতে বিজেপি। দ্রুত শুনানির আরজি জানানো হয়েছে।

Advertisement

২১ ডিসেম্বর কাঁথিতে জনসভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আগেই সেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থা বলেছিলেন, যাবতীয় বিধি মেনে সভা করলে সেখানে কোনও সমস্যা নেই। সমস্যা হলে সেক্ষেত্রে মামলা করা যাবে বলে অনুমতি দিয়েছিল হাই কোর্ট। বিজেপির আইনজীবীর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেয়নি প্রশাসন। বেলা ২ টো পর্যন্ত মাইক বাজানোর অনুমতি মিলেছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জরুরি শুনানির আরজি জানানো হয়। সম্ভবত আগামিকাল মামলার শুনানি।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আইনের ব্যাপার। একবার শুনেছিলাম ওর বাড়িতে বয়স্ক লোকেরা আছেন তাই মাইক বাজানো যাবে না। ওর বাড়িতে হলে হবে আর অন্য কোথাও হলে হবে না সেটা হয় নাকি? এলাকায় সাড়া পাচ্ছে না। ৫ হাজারের বেশি লোক হবে না। দিল্লির নেতাদের বলছে আমি ডুবছি, লোক পাঠাও। বাসের ব্যবস্থা করতে হচ্ছে। পাশের জেলা থেকে। জায়গাটা ছোট করে ফেলেছে। বাকি মাইক নিয়ে কী করবে ওদের ব্যাপার।” 

[আরও পড়ুন: বিশ্বভারতীর ৫০ মিটারের মধ্যে ধরনায় ‘না’, হাই কোর্টে বহাল বিচারপতি মান্থার নির্দেশ]

গত ২ ডিসেম্বর কাঁথির প্রভাত কলেজ ময়দানে বড় জনসভা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই পালটা সভার প্রস্তুতি নিতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তড়িঘড়ি জেলা বিজেপি সংগঠনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ ডিসেম্বর প্রভাত ময়দানের অদূরে অর্থাৎ যেখানে অভিষেক সভা করে গিয়েছেন, তার কাছেই জনসভা করবেন শুভেন্দু। ওয়াকিবহাল মহলের মত, কাঁথি (Kanthi) মানে শুভেন্দুর নিজস্ব রাজনৈতিক চারণক্ষেত্র। সুতরাং আগামী ২১ ডিসেম্বরের সভায় জনঢল নামার সম্ভাবনা।

[আরও পড়ুন: ‘রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না’, মেডিক্যালের পড়ুয়াদের পাশে কৌশিক সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement