shono
Advertisement
Dilip Ghosh

'ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না', খোশমেজাজে জন্মদিন পালনের পর আর কী বললেন দিলীপ?

বিয়ের রাত পোহাতেই ইকো পার্কে খোশমেজাজে দিলীপ ঘোষ।
Published By: Sayani SenPosted: 09:32 AM Apr 19, 2025Updated: 09:57 AM Apr 19, 2025

বিধান নস্কর, সল্টলেক: সদ্যই পা রেখেছেন সংসার জীবনে। শুক্রসন্ধ্যায় রিঙ্কুর সঙ্গে জুটি বেঁধেছেন। শনিবার আবার জন্মদিন। বিশেষ দিনের সকালে খোশমেজাজে ইকো পার্কে দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কাটলেন কেক। সকলকে খাওয়ালেন পায়েস, কেক ও মিষ্টি। সদ্য বিবাহিত বিজেপি নেতা আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।

Advertisement

বিয়ে নিয়ে দিলীপ ঘোষ বলেন, "রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি ২০১২ সালে এসেছেন। আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথা সময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হওয়ার তখনই হবে।" সকলেরই জানা, ইকো পার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে রিঙ্কুর সঙ্গে আলাপ। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। বৈশাখী সন্ধ্যায় শুক্রবার সইসাবুদের পর বৈদিক মতে বিয়ে করেন দু'জনে। তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবারই দিলীপ ঘোষের ইকো পার্কে রিঙ্কুর সঙ্গে আলাপ ও প্রেম নিয়ে মুখ খোলেন। তার পরদিনই দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

এদিন হাসিমুখে দিলীপ ঘোষ আরও বলেন, "দু'দিন ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে আমি ভোরের বেলা কেক কাটলাম, এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষকে।" তিনি আরও বলেন, "পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনও পাল্টাবে না।" মুর্শিদাবাদে অশান্তি এবং এসএসসি মামলায় শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খোঁচা দিতেও ছাড়েননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement