shono
Advertisement
Agnimitra Paul

অগ্নিমিত্রা পলের মাইল্ড ব্রেন স্ট্রোক, কেমন আছেন বিজেপি বিধায়ক?

পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপি বিধায়ককে।
Published By: Subhankar PatraPosted: 04:18 PM Sep 05, 2025Updated: 05:53 PM Sep 05, 2025

অভিরূপ দাস: মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপি বিধায়ককে।

Advertisement

বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে শাসক ও বিরোধী বিধায়কদের তরজায় বেনজির সংঘাত তৈরি হয়। বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পলও। সেই অধিবেশন থেকে বেরিয়ে রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর। চিকিৎসক অমিত হালদারের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে আশঙ্কাজনক কিছু নেই বলেই খবর।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল হয় বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হই হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে গণ্ডগোল। তারপরই সাসপেন্ড করা হয় বিজেপির বিধায়ক শংকর ঘোষকে। মার্শাল ডেকে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। মার্শালদের সঙ্গে  ধস্তাধস্তিতে  জড়িয়ে পড়েন তিনি। পরে অসুস্থ হন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে উপস্থিত অগ্নিমিত্রাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শংকরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর  অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। এবার তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
  • তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
  • পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপি বিধায়ককে।
Advertisement