shono
Advertisement

বোমাবাজির হুঁশিয়ারি মদনের, ‘কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে’, পালটা দিলীপের

এর আগেও একাধিকবার নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ।
Posted: 12:47 PM Sep 19, 2022Updated: 12:47 PM Sep 19, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজনীতিতে হুমকি, পালটা হুমকি যেন লেগেই রয়েছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন মদন মিত্র। বোমাবাজির হুঁশিয়ারিও দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এবার তার পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, “‌যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না। ঘটি–বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে হিংসা নয়, সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। এখনই একটা ছেলেকে নিয়ে দুটো মোটরবাইক নিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।” 

[আরও পড়ুন: গরু পাচার মামলার তদন্তে সায়গল হোসেনের মা ও স্ত্রীকে তলব ইডি’র, দিল্লিতে হাজিরার নির্দেশ]

মদন মিত্রের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নিমেষেই। শুরু হয় জোর আলোচনা। কামারহাটির তৃণমূল বিধায়ককে পালটা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ নবান্ন অভিযান বুঝে গিয়েছেন। পুলিশ-গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে বাংলার মুড পালটে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।”

উল্লেখ্য,  এর আগেও একাধিকবার মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। সম্প্রতি গাঁটওয়ালা বাঁশ কেটে রাখার নিদান দিয়ে বিপাকে জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তবে তাঁর মন্তব্য নিয়ে মাথা ঘামাতে নারাজ ঘাসফুল শিবিরের কেউই। 

[আরও পড়ুন: ‘মুখ বন্ধ রাখুন, প্রকাশ্যে কোনও কথা নয়’, বৈঠকে রাজ্য নেতাদের কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement