সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী। যেতে পারেন বিজেপির রাজ্য সদর দপ্তরে। আর সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা হতে পারে ‘মহাগুরু’র। মিঠুন চক্রবর্তীর কলকাতায় আসার খবর জানান খোদ সুকান্তই। আর তারপর থেকে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), উঠছে সেই প্রশ্ন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দলীয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।” ফের কি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন মিঠুন, তা নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। যদিও পদ্মশিবিরের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি।
[আরও পড়ুন: ক্লাব ছাড়তে চান, সরকারিভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে আবেদন রোনাল্ডোর]
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৬ জুন জন্ম হয়েছিল মিঠুন চক্রবর্তীর। প্রথম জীবনে নকশাল আন্দোলনে যুক্ত ছিলেন মিঠুন। তবে তারপর অভিনেতা হিসাবেই মূলত নিজের পরিচয় গড়ে তোলেন। ২০১৪ সালে রাজ্যসভার সাংসদ হন মিঠুন। মাঝে বারবার তাঁর সঙ্গে সংঘ প্রধান মোহন ভাগবতের একান্ত সাক্ষাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিজেপিতে যোগদানের জল্পনাও মাথাচাড়া দিয়েছিল একাধিকবার। সেই সময় সে ব্যাপারে একটি শব্দও খরচ করেননি মিঠুন। এরপর ২০২১ সালে আচমকাই সিদ্ধান্ত বদল। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। সেবছরই ২১ মার্চ বিজেপির পতাকা হাতে তুলে নেন মিঠুন।
রাস্তায় নেমে বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল মিঠুনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপস্থিতিতে ব্রিগেডের সভা থেকে তাঁর ছবির ডায়ালগ উদ্ধৃত করে বক্তৃতা দেন অভিনেতা-রাজনীতিক। “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি” – এই মন্তব্য করে বিতর্কে জড়ান মিঠুন। তাঁর মন্তব্য অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু মামলাটির কোনও সারবত্তা খুঁজে না পাওয়ায় তা খারিজ করে দেন বিচারপতি। মানিকতলা থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়। তবে তারপর থেকে প্রায় এক বছর আর সেভাবে তারকাকে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। বছরখানেক পরে ফের পার্টি অফিসে আসার কথায় স্বাভাবিকভাবেই চলছে জোর আলোচনা। রাজনৈতিক কোনও কারণেই কি কলকাতার পার্টি অফিসে আসছেন মিঠুন, জল্পনা তুঙ্গে।