shono
Advertisement
Sinthi Blast

সিঁথিতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, শ্রমিকের দেহ উড়ে পড়ল গাছের ডালে

গুরুতর আহত আরেক শ্রমিক ভর্তি হাসপাতালে। 
Published By: Tiyasha SarkarPosted: 11:40 AM Dec 06, 2024Updated: 04:18 PM Dec 06, 2024

অর্ণব আইচ: সাতসকালে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল শ্রমিকের। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সিঁথির মোড় সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। গুরুতর আহত আরেক শ্রমিককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

Advertisement

জানা গিয়েছে, বিটি রোডের সিঁথির মোড় এলাকায় রাখা ছিল ওই ট্যাঙ্কারটি। শুক্রবার সকালে দুই শ্রমিক সেটি কাটছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। তীব্রতায় কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। বিস্ফোরণের শব্দ যায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা দেখেন, এক শ্রমিক ছিটকে উঠে গিয়েছেন গাছের উপর। কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন তিনি। আরেকজনও উদ্ধার হন রক্তাক্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। দুই শ্রমিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন চিকিৎসাধীন।

এদিনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কেন কোনও রকম সুরক্ষা ছাড়াই এই তেলের ট্যাঙ্কার কাটছিলেন শ্রমিকরা, সেই প্রশ্নও উঠছে। এলাকার এক বাসিন্দা বলেন, বহু বছর আগেও এই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল শ্রমিকের।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল সিঁথির মোড়ে। গুরুতর আহত আরেক শ্রমিক ভর্তি হাসপাতালে। 
Advertisement